কলকাতা, 25 অক্টোবর : 25 নভেম্বর রাজ্যের তিন বিধানসভা কেন্দ্রে উপ-নির্বাচন । আজই নির্বাচনের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন । ওইদিন রাজ্যের পাশাপাশি উত্তরাখণ্ডেরও একটি আসনে উপ-নির্বাচন হবে । ফলাফল জানা যাবে 28 নভেম্বর ।
রাজ্যের তিন কেন্দ্রে উপ-নির্বাচন 25 নভেম্বর - kolkata
25 নভেম্বর রাজ্যের তিন বিধানসভা কেন্দ্রে উপ-নির্বাচন । ফলাফল 28 নভেম্বর ।
ফাইল ফোটো
কালিয়াগঞ্জ, খড়গপুর সদর, করিমপুর এই তিনটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে । একটি আসনে BJP ও দু'টি আসনে আগে তৃণমূল ক্ষমতায় ছিল। কালিয়াগঞ্জের বিধায়ক কানহাইয়ালাল আগরওয়াল, খড়গপুর সদরের দিলীপ ঘোষ ও করিমপুরের মহুয়া মৈত্র লোকসভা নির্বাচনের টিকিট পাওয়ায় খালি রয়েছে আসনগুলি ।