কলকাতা, 27 নভেম্বর : আজ তিন বিধানসভা উপনির্বাচনের ফলপ্রকাশ । সকাল আটটা থেকে শুরু হবে ভোট গণনা । তিন জেলায় তিন বিধানসভা কেন্দ্রের জন্য তৈরি হয়েছে তিনটি গণনা কেন্দ্র । প্রতিটি কেন্দ্রে থাকছে দু'টি করে কাউন্টিং হল । নির্বাচন কমিশন সূত্রে খবর এমনটাই ।
গণনাকেন্দ্রে রাজ্য পুলিশ নয়, ত্রিস্তরীয় নিরাপত্তায় আজ ভোট গণনা - রাত পোহালেই তিন বিধানসভা উপনির্বাচনের ফলপ্রকাশ
ভোট গণনা নিয়ে বিন্দুমাত্র ঝুঁকি নিতে চাইছে না নির্বাচন কমিশন । কমিশনের তরফে তৈরি করা হচ্ছে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা । থাকছে তিনটি নিরাপত্তা বেষ্টনী । মূল গণনা কেন্দ্রে থাকবে শুধু কেন্দ্রীয় বাহিনীর সদস্যরা । সেখানে রাজ্য পুলিশ কোনওভাবেই প্রবেশ করতে পারবে না ।
তবে ভোট গণনা নিয়ে বিন্দুমাত্র ঝুঁকি নিতে চাইছে না নির্বাচন কমিশন । কমিশনের তরফে তৈরি করা হচ্ছে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা । থাকছে তিনটি নিরাপত্তা বেষ্টনী । মূল গণনা কেন্দ্রে থাকবেন শুধু কেন্দ্রীয় বাহিনীর সদস্যরা । সেখানে রাজ্য পুলিশ কোনওভাবেই প্রবেশ করতে পারবে না । এমন নির্দেশিকাই দিয়েছে নির্বাচন কমিশন । প্রথম স্তরে 200 মিটারের শুরুতে থাকবে রাজ্য পুলিশের একটি দল । দ্বিতীয় স্তরে 100 মিটারের মধ্যে থাকবে রাজ্য পুলিশের সশস্ত্র বাহিনীর অফিসাররা । আর গণনা কেন্দ্রের ভিতরে থাকছে কেন্দ্রীয় বাহিনী । রাজনৈতিক দলগুলি ক্যাম্প করলে তা করতে হবে 200 মিটারের বাইরে । দ্বিতীয় নিরাপত্তা বেষ্টনীতে থাকবেন একজন ম্যাজিস্ট্রেট । যিনি ভোট গণনা কর্মীদের সচিত্র পরিচয় পত্র দেখেই ভেতরে যাওয়ার অনুমতি দেবেন । এই দ্বিতীয় বেস্ট নিচেই থাকবে মিডিয়া সেন্টার । ভোট গণনা কর্মী এবং এজেন্ট ছাড়া কেউই কাউন্টিং হলে প্রবেশ করতে পারবে না ।
রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তর সূত্রে খবর, তিনটি কাউন্টিং সেন্টারের দু'টি করে হলে থাকবে বেশ কিছু টেবিল । কালিয়াগঞ্জে থাকবে 20টি টেবিল । করিমপুর টেবিল থাকবে 17 টি । আর খড়্গপুরে থাকবে 16 টি । কালিয়াগঞ্জে ভোট গণনা হবে 10 দফা । করিমপুরে হবে 14 দফা । আর খড়্গপুরে 16 দফা শেষে জানা যাবে ভোটের ফল । প্রতি বিধানসভা কেন্দ্রে পাঁচটি করে VVPAT-এ গণনা হবে বলে কমিশন সূত্রে খবর ।