কলকাতা, 23 মার্চ : আদালতের নির্দেশে করোনায় মৃত প্রায় সাড়ে চার হাজার পরিবারকে 50 হাজার টাকা করে ক্ষতিপূরণ দিল কলকাতা পৌরসভা (Compensation to the families of dead in Corona) । বাকি আছে এখনও প্রায় হাজার খানেক পরিবার।
জানা গিয়েছে, করোনায় মৃতদের পরিবারকে 4 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দিতে কেন্দ্রকে নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। কেন্দ্র জানিয়েছিল করোনা পরিস্থিতিতে কোনওভাবেই 4 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া সম্ভব নয়। শেষে সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় প্রতি পরিবারকে কমপক্ষে 50 হাজার টাকা দিতে হবে। সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়ে বলেছে, আবেদন জমা পড়ার 30 দিনের মধ্যে ক্ষতিপূরণের টাকা দিতে হবে। রাজ্য সরকারের বিপর্যয় মোকাবিলা তহবিল থেকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।
2021 সালের শুরুতে সুপ্রিম কোর্টে মামলা করেন দুই আইনজীবী। তাঁরা আর্জি করেন, কেন্দ্রীয় সরকার যাতে করোনায় মৃতদের পরিবারকে আর্থিক সাহায্য করে। এই মামলায় সুপ্রিম কোর্টে হলফনামা পেশ করে জাতীয় বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ। রাজ্য সরকারগুলির বিপর্যয় মোকাবিলা তহবিল থেকে করোনায় মৃতের পরিবার পিছু 50 হাজার টাকা করে আর্থিক সাহায্য দিতে হবে। করোনায় মৃতের পরিবারের সদস্যদের, জেলা বিপর্যয় মোকাবিলা দফতরে গিয়ে ফর্ম পূরণ করতে হবে। কলকাতায় এই কাজের দায়িত্ব ভার কাঁধে আসে পৌরনিগমের। আদালতের আদেশ মতো আবেদনকারীদের দিতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য, ডেথ সার্টিফিকেট ও করোনায় মৃত্যুর নথি। আবেদনের 30 দিনের মধ্যে মৃতের পরিবারের অ্যাকাউন্টে টাকা ঢুকবে। যদি কারও আবেদন বাতিল হয়, তবে তাও 30 দিনের মধ্যে জানাতে হবে। সাধারণ রাজ্যগুলির ক্ষেত্রে বিপর্যয় মোকাবিলা তহবিলের 75 শতাংশ অর্থ দেয় কেন্দ্র।