গড়িয়া, 7 মে : প্রকাশ্যে শুট আউট এক ব্যবসায়ীকে । বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে নরেন্দ্রপুর থানার অন্তর্গত নবশ্রী বাজার এলাকায় । বিকাশ হালদার নামে এক মাছ ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালানো হয় । গুলি লাগে বিকাশের ডান পায়ে ।
রাতেই গুরুতর জখম অবস্থায় প্রথমে কলকাতার এক বেসরকারি হাসপাতাল ও পড়ে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য । এই ঘটনায় মলয়কুমার পাইক নামে এক যুবকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে । ঘটনায় কার্ত্তিক নামে আরও এক যুবক জখম হয়েছেন । তাঁকেও স্থানীয় হাসপাতালে চিকিৎসা করানো হয়েছে ।