পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

New 12 Bus Routes: নয়া 12টি রুটে সরকারি বাস চালানোর ভাবনা পরিবহণ দফতরের

রাজ্যে বেশ কয়েকটি নতুন রুটে সরকারি বাস পরিষেবা চালু হতে চলেছে ৷ আপাতত রাজবলহাট-ধর্মতলা, ডোমজুর থেকে শলপ হয়ে কলকাতা স্টেশন-সহ 12টি রুটে চলবে বাস ৷

Etv Bharat
12টি রুটে সরকারি বাস চালানোর ভাবনা

By

Published : Jun 25, 2023, 7:32 AM IST

কলকাতা, 25 জুন:এবার রাজ্যের একাধিক রুটে চালু হতে চলেছে সরকারি বাস পরিষেবা । শুধু কলকাতায় নয়, রাজ্যের বিভিন্ন জেলাতেও সরকারি বাসের পরিষেবা আরও বাড়াতে চায় পরিবহণ দফতর। আন্তঃরাজ্য বাস পরিষেবার উন্নতি এবং প্রসার ঘটানোর বিষয়ে বিশেষ নজর দেওয়া হচ্ছে। এমনটাই জানা গিয়েছে রাজ্য পরিবহন দফতর সূত্রে ।
রাজ্য পরিবহণ দফতর সূত্রে খবর, যে নতুন আরও 12টি রুটে সরকারি বাস পরিষেবা চালু করার পরিকল্পনা নিয়েছে পরিবহন দফতর । শুধু শহর কলকাতা নয় এই বাসগুলি রাজ্যের অন্যান্য এলাকাগুলিতেও যুক্ত করবে । এ প্রসঙ্গেই এক আধিকারিক জানিয়েছে যে ধাপে ধাপে চালু হবে আরও বেশ কিছু রুট ৷ এরপরেই যাত্রী চাহিদাকে গুরুত্ব দিয়ে আরও একাধিক রুট চলু করার ভাবনাও রয়েছে মন্ত্রকের ।

পর্যায়ক্রমে যে 12টি রুটে সরকারি বাস পরিষেবা চালু হবে সেগুলি হল, রাজবলহাট থেকে ধর্মতলা, ডোমজুর থেকে কলকাতা স্টেশন, জাঙ্গিপাড়া থেকে শ্রীরামপুর, মুন্সিরহাট থেকে হাওড়া, বাঁকুড়া থেকে মালদা, পুরুলিয়া থেকে কৃষ্ণনগর, দুর্গাপুর থেকে কৃষ্ণনগর, দীঘা থেকে খাতরা, বাঁকুড়া থেকে মেদিনীপুর, খিরগাম থেকে মেমারি, দুর্গাপুর থেকে বোলপুর এবং দীঘা থেকে খড়্গপুর রুটে বাস চলাচল করবে ৷

আরও পড়ুন:অল্প খরচে শৈলরানি পৌঁছে দিতে চার্টার্ড বাস পরিষেবা চালু এনবিএসটিসি'র

বিভিন্ন রুটে কমছে সরকারি বাসের সংখ্যা । এই নিয়ে একাধিকবার অভিযোগ উঠেছে যাত্রীদের মধ্যে । তাই এখন সরকারি বাসের ভরসায় না থেকে যাত্রীরা বেসরকারি পরিবহণের মাধ্যমে যাতায়াত করে অনেক বেশি । যাত্রীদের অভিযোগ, যে নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও দেখা মেলে না সরকারি বাসের । তবে এই বার সেই অভিযোগ কিছুটা হলেও মিটবে । পরিবহণ দফতর সূত্রে খবর, এই রুটগুলিতে নিয়মিতভাবে যাত্রী পাওয়া যায় ৷ তাই আপাতত এই রুট গুলিই চিহ্নিত করা হয়েছে বাসচলাচলের জন্য ৷ তবে ভাড়া কত হবে এবং দিনের কোন কোন সময় মিলবে এই পরিষেবাগুলি সেই বিষয় এখনও পরিষ্কারভাবে কিছু জানাতে পারেনি পরিবহণ দফতর ।

ABOUT THE AUTHOR

...view details