ভর্তুকিতে হচ্ছে না, বন্ধ হতে চলেছে টালা রুটের একাধিক বাস - কলকাতায় বাসের সমস্যা
সমাধান হয়নি টালা ব্রিজের । বাস মালিক সংগঠন ও পরিবহন বিভাগের মধ্যস্ততায় বেরোয়নি সমাধান সূত্রও । ফলে ভর্তুকি দিয়ে সম্ভব হচ্ছে না বাস চালানো । বন্ধের মুখে একাধিক রুটের বাস ।
কলকাতা, 6 নভেম্বর :ভর্তুকি দিয়ে আর বাস চালানো সম্ভব নয় । সাফ জানিয়ে দিলেন টালা ব্রিজ এলাকার বাস রুট মালিকরা । তারা তাদের যে সাত দফার দাবি পরিবহন দপ্তরকে দিয়েছিলেন সেগুলি মানা হলে ওই রুটে বাস চালাতে অনেকটাই সুবিধা হত । তাদের দাবি এখনও পর্যন্ত মানা হয়নি কোনও দাবি । তাই ওয়েস্ট বেঙ্গল বাস এন্ড মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশনের তরফে জানানো হয়েছে আগামী 9 ডিসেম্বর থেকে তারা অনির্দিষ্টকালের জন্য বাস পরিষেবা বন্ধ রাখতে চলেছে ।
নর্থ কলকাতা বাস ও মিনিবাস ওয়াইকার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রদীপ নারায়ণ বসু বলেন , "বিকল্প পথে টালা ব্রিজ ব্যবহারকারী বাস ও মিনিবাসের সুষ্ঠু যাত্রাপথের সমাধান এখনও হয়নি । পরিবহন শিল্পের সঙ্গে যুক্ত শ্রমিক ও মালিকরা গভীর অর্থনৈতিক সংকটে পড়েছেন । এমনকি ভোগান্তি হচ্ছে যাত্রীদেরও । অর্থনৈতিক সংকটে পড়ার কারণে বাস মালিকরা ব্যাঙ্কের লোনের মাসিক কিস্তি, বাসের প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ ও পরিবারের অর্থনৈতিক পালনে ব্যর্থ হচ্ছেন ।"
তিনি আরও বলেন, "এবার নিরুপায় হয়েই সোমবার থেকে পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হল ।" এর ফলে সোমবার থেকে 78, 78/1, 214, 214/A, 230, 234/1, 201, 34B, 34C, 30A, 202, K-4, S-158, S-180, S-181 ও S-185 রুটের সমস্ত বাস বন্ধ থাকবে ।