কলকাতা, 9 মে : বেসরকারি বাসের পাশাপাশি গ্রিন জ়োন এলাকাগুলিতে চলবে সরকারি বাস । তবে মানা হবে সরকারি বিধিনিষেধ ও স্বাস্থ্যবিধি । লকডাউনের কারণে দীর্ঘ সময় ধরে বন্ধ ছিল সরকারি ও বেসরকারি বাস পরিষেবা । তবে গতকাল থেকে 7 টি গ্রিন জ়োন জেলার কয়েকটি রুটে কিছু সংখ্যক সরকারি বাস চালানো হয় । তবে যাত্রী হয়নি একেবারেই ।
দেশ জুড়ে চলছে লকডাউন । বন্ধ রয়েছে সমস্ত গণপরিবহন ব্যবস্থা । তবে সম্প্রতি মুখ্যমন্ত্রী ঘোষণা করেন , গ্রিন জ়োনে বেসরকারি বাসের পাশাপাশি সরকারি বাসও পরিষেবা দেবে । তবে বাসের মোট আসনের 50 শতাংশ যাত্রী নেওয়া যাবে । পাশাপাশি, বাসগুলিকে গ্রিন জ়োনের মধ্যেই সীমাবদ্ধ থাকতে হবে । সাউথ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন (SBSTC) এর চেয়ারম্যান তমোনাশ ঘোষ ৷ তিনি বলেন, " SBSTC-র তরফে দক্ষিণবঙ্গের যে জেলাগুলি গ্রিন জ়োনের মধ্যে পড়ে ৷ যেমন - পুরুলিয়া, বাঁকুড়া ও ঝাড়গ্রাম ৷ সেখানে আগামী সোমবার থেকে বাস নামবে পথে । গতকাল কয়েকটি বাস চালানো হলেও সবার কাছে খবর ছিল না বলে ভিড় হয়নি । তবে মনে করা হচ্ছে সোমবার থেকেই সাধারণ মানুষ জানতে পারবেন যে বাসগুলিতে সাধারণ যাত্রীরাও চাপতে পারবেন ।