কলকাতা, 25 সেপ্টেম্বর: এবার যানজট সমস্যা মিটতে চলেছে উত্তর কলকাতায় । চতুর্থীর দিন থেকে টালা ব্রিজে চলবে বাস (Bus service to start from Chaturthi at Tala Bridge) । গতকাল থেকে ছোট গাড়ি চলতে শুরু করেছে, অপেক্ষা ছিল বড় গাড়ি চলার ক্ষেত্রে ছাড়পত্রের । মনে করা হচ্ছে 29 তারিখ থেকেই সেই ছাড়পত্র এসে যাবে । তবে এখনই টালা ব্রিজে বড় ট্রাক উঠতে দেওয়া হবে কি না, সে বিষয়ে স্পষ্ট নয় । জানা গিয়েছে, ধাপে ধাপে সেক্ষেত্রেও ছাড়পত্র দেওয়া হবে । এর আগে গত বৃহস্পতিবার সন্ধ্যায় সংস্কারের পর টালা ব্রিজের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।
উদ্বোধনের দিন থেকেই বাস মালিক সংগঠনের তরফে দাবি তোলা হয়েছিল, উত্তর শহরতলীর যানজটের কথা মাথায় রেখে বাস চলাচলের অনুমতি যত দ্রুত সম্ভব দেওয়া হোক টালা ব্রিজে । বিশেষজ্ঞ কমিটির পরামর্শের ভিত্তিতে তখনই বাস চলাচলে রাজি হয়নি রাজ্য সরকার । তবে নবান্নের তরফে বাস মালিক সংগঠনগুলিকে যে তথ্য দিয়েছে সরকার, তাতে মনে করা হচ্ছে 29 তারিখের পর থেকে আবার টালা ব্রিজে বাস চলাচল শুরু হতে পারে ।