কলকাতা, 5 জুলাই: আগামিকাল অর্থাৎ বৃহস্পতিবার থেকে শহরের রাস্তায় সরকারি এবং বেসরকারি বাস ও মিনিবাসের সংখ্যা কমতে চলেছে। সৌজন্যে পঞ্চায়েত নির্বাচন । এই নির্বাচনের জন্য শহর ও শহরতলীর পাশাপাশি রাজ্যের অন্যত্রও বেসরকারি বাসের সংকট দেখা দেবে। রাজ্যের গণপরিহণের ক্ষেত্রে সরকারি ও বেসরকারি বাসের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। প্রতিবারের মতো এবারের নির্বাচনের জন্য তুলে নেওয়া হচ্ছে সরকারি এবং বেসরকারি বাস, মিনিবাস এবং পুলকার। তবে যেহেতু রাস্তায় সরকারি বাসের তুলনায় বেসরকারি বাসের সংখ্যা অনেক বেশি তাই বেসরকারি বাস না-পাওয়ার ফলে ভোগান্তি হবে অনেক বেশি।
এর ফলে স্বাভাবিকভাবেই দুর্ভোগের মধ্যে পড়তে হবে নিত্য যাত্রীদের। বাসগুলিকে নির্বাচনের বিভিন্ন কাজে ব্যবহার করা হবে। এছাড়াও পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর যাতায়াতের জন্য ব্যবহার করা হতে পারে বলে খবর। তাই পঞ্চায়েত নির্বাচনে যে স্বাভাবিকভাবেই অনেক বেশি সংখ্যক বাস ব্যবহার করা হবে তা বলাই বাহুল্য। শহরে নির্বাচন না-হওয়া সত্ত্বেও রাজ্যের পঞ্চায়েত এলাকাগুলিতে নির্বাচনের জন্য শহরের মানুষকেই ভাগীদার হতে হবে ভোগান্তির। জানা গিয়েছে যে, 6 থেকে শুরু করে 12 জুলাই পর্যন্ত বাস অমিল থাকবে রাস্তায়।
তারপর বেশ কিছু সংখ্যক বাস ফিরবে । তবে পুলিশ এবং বাহিনীর ডিউটিতে থাকা বাস কবে ফিরবে তা স্পষ্ট করে এখনই বলা সম্ভব নয়। তবে এর আগেই বেসরকারি বাস মালিকরা দাবি করেছিলেন, ভোটের জন্য নেওয়া বাসের ভাড়া বাড়াতে হবে। পাশাপাশি বাসের শ্রমিকদের দৈনিক পারিশ্রমিকের টাকা বাড়ানোর দাবিও উঠেছে। নিজেদের দাবি জানিয়ে পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী ও পরিবহণ সচিবকে চিঠি দেওয়া হয়েছিল মালিক সংগঠনের তরফে। তবে সেই বিষয়ে কিছুই পদক্ষেপ করা হয়নি।
আরও পড়ুন:আবার তলব এড়ালেন রাজীবা, চিঠি পাঠালেন রাজ্যপাল!
এই বিষয়ে জয়েন্ট কাউন্সিল ওফ বাস সিন্ডিকেটের সম্পাদক তপন বন্দ্যোপাধ্যায় জানান, রাজ্যের বেসরকারি বাস ও মিনিবাস মালিকদের দুর্ভাগ্য যে ভাড়া বাড়ানো হোক বা না-বাড়ানো হোক নির্বাচনে বাস দিতে হবেই। পাশাপাশি, অল বেঙ্গল বাস ও মিনিবাস সমন্বয় সমিতির সাধারণ সম্পাদক রাহুল চট্টোপাধ্যায় অভিযোগ করেন, প্রতিদিনের বাস ভাড়া, শ্রমিকদের দৈনিক খোরাকি বাবদ টাকার বিষয়টি ছাড়াও নির্বাচনের জন্য এই বাসগুলো নেওয়া হয় সেই বাসের চালক শ্রমিক এবং খালাসিদের অক্লান্ত পরিশ্রম করতে হয়। বাস ও মিনিবাসের ক্ষেত্রে ভাড়া বাড়ানের দাবি মেনে নেওয়া হয়নি ৷ আগের ভাড়াতেই বাস ও মিনিবাস দিতে হয়েছে।