পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আর্থিক সংকটে বাস মালিকরা, চিঠি পরিবহণ মন্ত্রীকে - Bus owners' organization in financial crisis

গত বছর টানা কয়েকমাস গাড়ি চলাচল বন্ধ থাকার পর পরিস্থিতি কিছুটা ঠিক হতে না হতেই শুরু হয় করোনার দ্বিতীয় ঢেউ । সংক্রমণ কমাতে তাই রাজ্যে আবারও শুরু হয় কার্যত লকডাউন । বন্ধ হয়ে যায় গণপরিবহণ । ফের 15 দিন সরকারি বিধিনিষেধ জারি থাকার কথা ঘোষণার পরই মাথায় হাত পড়েছে বেসরকারি বাস মালিক ও কর্মীদের । আর্থিকভাবে জর্জরিত হয়ে পড়েছে গণপরিবহণ কর্মীরা । মালিক ও কর্মীদের অবস্থা অত্যন্ত শোচনীয় ।

আর্থিক সংকটে বাস মালিক সংগঠন
আর্থিক সংকটে বাস মালিক সংগঠন

By

Published : May 30, 2021, 1:00 PM IST

কলকাতা, 30 মে : আবার কার্যত লকডাউনের সময়সীমা 15 জুন পর্যন্ত বাড়ানো হয়েছে রাজ্য সরকারের তরফে ৷ আরও 15 দিন চলবে না বাস । চরম আর্থিক দুর্দশায় বেসরকারি বাস মালিক ও কর্মীরা । তাই এবার একরকম নিরুপায় হয়েই সাহায্যের আর্জি জানিয়ে পরিবহণ মন্ত্রীকে চিঠি দিল বেসরকারি বাস সংগঠন কর্তৃপক্ষ ।

গত বছর লকডাউন চলার পর পরিস্থিতি কিছুটা ঠিক হতে না হতেই শুরু হয় করোনার দ্বিতীয় ঢেউ । সংক্রমণ কমাতে তাই রাজ্যে আবারও শুরু হয় কার্যত লকডাউন । বন্ধ হয়ে যায় গণপরিবহণ । ফের 15 দিন সরকারি বিধিনিষেধ জারি থাকার কথা ঘোষণার পরই মাথায় হাত পড়েছে বেসরকারি বাস মালিক ও কর্মীদের । আর্থিকভাবে জর্জরিত হয়ে পড়েছে গণপরিবহণ কর্মীরা । মালিক ও কর্মীদের অবস্থা অত্যন্ত শোচনীয় ।

আরও পড়ুন :পরপর তিনদিন দেশে নিম্নমুখী দৈনিক সংক্রমণ, কমল মৃতের সংখ্যাও

অল বেঙ্গল বাস মিনিবাস সমন্বয় সমিতির সাধারণ সম্পাদক রাহুল চট্টোপাধ্যায় বলেন, "আজ আমরা আর্থিক সহায়তার আর্জি জানিয়ে পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিমের কাছে চিঠি পাঠিয়েছি । সবকটি বাস বসে আছে । সব কাজ থমকে গেছে । আমাদের কোনওরকম আয়-উপার্জন নেই । এই পরিস্থিতি কবে কাটবে সে বিষয়েও কেউ নিশ্চিত নয় । বাসচালক ও কর্মী সহ মালিকরা কষ্টে দিন গুজরান করছে । ব্যাপক আর্থিক সংকটের মধ্যে রয়েছি আমরা ।"

এছাড়াও বাসের ভাড়া সংস্কার, সমস্ত কর ও ফিজ মকুব করা ও পরিবহণকে এমএসএমই এর আওতাভুক্ত করা সহ একগুচ্ছ দাবি জানায় অল বেঙ্গল বাস মিনিবাস সমন্বয় সমিতি ।

ABOUT THE AUTHOR

...view details