কলকাতা, 12 সেপ্টেম্বর : বাবুঘাট থেকে দূরপাল্লার বাসডিপো সাঁতরাগাছির বাস টার্মিনাসে সরিয়ে নিয়ে যাওয়া হলে সমস্যায় পড়তে হবে বাস মালিকদের । ব্যবসাগতভাবে আর্থিক সমস্যার মধ্যে পড়বেন তাঁরা । এমনটাই জানাচ্ছেন দূরপাল্লার আন্তঃরাজ্য বাস মালিকরা । এই বিষয়ে আদালতের দ্বারস্থ হওয়ারও পরিকল্পনা করছেন বলে জানান তাঁরা ৷
প্রায় শেষের মুখে সাঁতরাগাছি ফ্লাইওভার তৈরির কাজ । সম্প্রতি পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম ফ্লাইওভারের কাজ-সহ সাঁতরাগাছির বাস টার্মিনাস পরিদর্শন করে জানান, সব ঠিকঠাক থাকলে আগামী বছরেই বাবুঘাটের বাসডিপো ও ধর্মতলার কিছু রুটের বাস পরিষেবা সরিয়ে নিয়ে যাওয়া হবে সাঁতরাগাছির টার্মিনাসে ।
সরকারের এই সিদ্ধান্ত নিয়ে দূরপাল্লার বাস সংগঠনের সেক্রেটারি মোহাম্মদ ওয়াজির খান বলেন, "আমরা মরে যাব । আমাদের ব্যবসা শেষ হয়ে যাবে । শহর থেকে সাঁতরাগাছি টার্মিনাসের দূরত্ব প্রায় 8 থেকে 10 কিলোমিটার । দূরের বাস ধরতে হলে ওখানে পৌঁছানোর ক্ষেত্রে সমস্যায় পড়তে হবে যাত্রীদের । ধর্মতলা বা বাবুঘাটে সমস্ত রুটের বাসই আসে । কিন্তু ওই দিকে কলকাতার সব রুটের বাস যায় না । তাহলে একমাত্র উপায় হল ট্যাক্সি বা অ্যাপ ক্যাব । কিন্তু আমাদের যাত্রীরা বেশিরভাগই নিম্ন মধ্যবিত্ত । সবার পক্ষে এত টাকা খরচ করে ট্যাক্সি করে গিয়ে বাস ধরা সম্ভব নয় । তাহলে একজন যাত্রী যদি শ্যামবাজার থেকে সাঁতরাগাছির ট্যাক্সি করে বাস ধরতে যান তাহলে তাঁর প্রচুর খরচ পড়ে যাবে । এমনিতেই লকডাউনের পর থেকে আমাদের ব্যবসা একেবারে ভেঙে গিয়েছে ।"
আরও পড়ুন :Vaccination: কলকাতায় আগামিকাল থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ কোভ্যাকসিন টিকা