পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Bus Depot : বাসডিপো বাবুঘাট থেকে সাঁতরাগাছিতে স্থানান্তরিত করার বিরোধিতায় মালিকপক্ষ - bus depot

বাসডিপো বাবুঘাট থেকে সাঁতরাগাছির টার্মিনাসে স্থানান্তরিত হোক, তা কোনওভাবেই চাইছেন না দূরপাল্লার বাস সংগঠনের বাস মালিকরা ৷ প্রয়োজনে পরিবহণমন্ত্রীর সঙ্গে কথা বলবেন ও আদালতের দ্বারস্থ হওয়ার কথা বলেন তাঁরা ৷

বাবুঘাট থেকে বাস ডিপো সাঁতরাগাছি টার্মিনাসে স্থানান্তরিত হলে সমস্যায় পড়বে মালিক পক্ষ
বাবুঘাট থেকে বাস ডিপো সাঁতরাগাছি টার্মিনাসে স্থানান্তরিত হলে সমস্যায় পড়বে মালিক পক্ষ

By

Published : Sep 12, 2021, 10:55 PM IST

কলকাতা, 12 সেপ্টেম্বর : বাবুঘাট থেকে দূরপাল্লার বাসডিপো সাঁতরাগাছির বাস টার্মিনাসে সরিয়ে নিয়ে যাওয়া হলে সমস্যায় পড়তে হবে বাস মালিকদের । ব্যবসাগতভাবে আর্থিক সমস্যার মধ্যে পড়বেন তাঁরা । এমনটাই জানাচ্ছেন দূরপাল্লার আন্তঃরাজ্য বাস মালিকরা । এই বিষয়ে আদালতের দ্বারস্থ হওয়ারও পরিকল্পনা করছেন বলে জানান তাঁরা ৷

প্রায় শেষের মুখে সাঁতরাগাছি ফ্লাইওভার তৈরির কাজ । সম্প্রতি পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম ফ্লাইওভারের কাজ-সহ সাঁতরাগাছির বাস টার্মিনাস পরিদর্শন করে জানান, সব ঠিকঠাক থাকলে আগামী বছরেই বাবুঘাটের বাসডিপো ও ধর্মতলার কিছু রুটের বাস পরিষেবা সরিয়ে নিয়ে যাওয়া হবে সাঁতরাগাছির টার্মিনাসে ।

সরকারের এই সিদ্ধান্ত নিয়ে দূরপাল্লার বাস সংগঠনের সেক্রেটারি মোহাম্মদ ওয়াজির খান বলেন, "আমরা মরে যাব । আমাদের ব্যবসা শেষ হয়ে যাবে । শহর থেকে সাঁতরাগাছি টার্মিনাসের দূরত্ব প্রায় 8 থেকে 10 কিলোমিটার । দূরের বাস ধরতে হলে ওখানে পৌঁছানোর ক্ষেত্রে সমস্যায় পড়তে হবে যাত্রীদের । ধর্মতলা বা বাবুঘাটে সমস্ত রুটের বাসই আসে । কিন্তু ওই দিকে কলকাতার সব রুটের বাস যায় না । তাহলে একমাত্র উপায় হল ট্যাক্সি বা অ্যাপ ক্যাব । কিন্তু আমাদের যাত্রীরা বেশিরভাগই নিম্ন মধ্যবিত্ত । সবার পক্ষে এত টাকা খরচ করে ট্যাক্সি করে গিয়ে বাস ধরা সম্ভব নয় । তাহলে একজন যাত্রী যদি শ্যামবাজার থেকে সাঁতরাগাছির ট্যাক্সি করে বাস ধরতে যান তাহলে তাঁর প্রচুর খরচ পড়ে যাবে । এমনিতেই লকডাউনের পর থেকে আমাদের ব্যবসা একেবারে ভেঙে গিয়েছে ।"

বাস ডিপো সাঁতরাগাছিতে স্থানান্তরিত হোক, চাইছেন না মালিক পক্ষ

আরও পড়ুন :Vaccination: কলকাতায় আগামিকাল থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ কোভ্যাকসিন টিকা

বাবুঘাট থেকে প্রতিদিন 60টি রুটের প্রায় 200টি করে দূরপাল্লার আন্তঃরাজ্য বাস ছাড়ে । প্রায় 8 থেকে 10 হাজার মানুষের রুটিরুজি জড়িয়ে রয়েছে এই ব্যবসার সঙ্গে ।
1988 সাল থেকে বাবুঘাটে এই ডিপোটি চলছে । এখানকার মালিকদের বক্তব্য, তখন থেকে এই জায়গাতেই তাঁরা ব্যবসা চালিয়ে আসছেন । তবুও পরিবহণমন্ত্রী এহেন সিদ্ধান্ত নেওয়ার আগে তাঁদের সুবিধা বা অসুবিধার কথা একবারও জানতে চাইলেন না ।
2015 সালে শহর দূষণের অভিযোগে বাবুঘাটের বাসডিপোটি সাঁতরাগাছিতে স্থানান্তরিত করার সরকারি নির্দেশিকাও জারি হয় ৷ ব্যবসা মার খাওয়ার আশঙ্কায় মালিকপক্ষ কোর্টের দ্বারস্থ হয় । এরপর কোর্ট এই বিষয়ে স্থগিতাদেশ দেয় ।
ফের এই সমস্যা মীমাংসার জন্য পরিবহণমন্ত্রীর দ্বারস্থ হবেন বলে জানান তাঁরা । কারণ এই ব্যবসার সঙ্গে জড়িয়ে রয়েছে হাজার হাজার মানুষের জীবন ও জীবিকা । কর্মচারীদের পক্ষেও অত দূর গিয়ে কাজ করা মুশকিল হবে বলে জানিয়েছেন তাঁরা । বাবুঘাটের বাস টার্মিনাস স্থানান্তরিত করার সিদ্ধান্তে তাঁদের ভবিষ্যত্‍ অন্ধকার বলেই মনে করছে মালিকপক্ষ ৷

আরও পড়ুন :Coronavirus : পড়ুয়াদের সচেতন করতে স্কুলের পাঠ্যসূচিতে করোনা ভাইরাস অন্তর্ভুক্ত করার পরিকল্পনা

ABOUT THE AUTHOR

...view details