কলকাতা, 14 জুলাই : কনটেইনমেন্ট জ়োনের কারণে বন্ধ হয়েছে উত্তর কলকাতার কয়েকটি গুরুত্বপূর্ণ বাসরুট । এই পরিস্থিতিতে কনটেইনমেন্ট জ়োনগুলির বাইরে রুটম্যাপ তৈরির জন্য পরিবহন দপ্তরের কাছে আবেদন জানাল বেসরকারি বাস সংগঠনগুলি ।
জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটের সাধারণ সম্পাদক তপন বন্দ্যোপাধ্যায় বলেন, “কনটেইনমেন্ট জোনের মধ্য দিয়ে বাস যাতায়াত করতে পারছে না । তাই বহু বাস বন্ধ থাকে এলাকাগুলিকে এড়ানোর জন্য । নয়তো ওলি-গলি দিয়ে যাতায়াত করছে । এর ফলে অনেকটা সময় লাগছে, যানজটের সৃষ্টি হচ্ছে এবং নিয়মিত রুট নয় বলে যাত্রীও মিলছে না । তাই আমরা পরিবহন দপ্তরের কাছে আর্জি জানাচ্ছি তারা যেন দ্রুত কনটেইনমেন্ট জ়োনগুলিকে মাথায় রেখে বেসরকারি বাসের জন্য একটি রুটম্যাপ তৈরি করে । কারণ, গণপরিবহনের একটি বড় অঙ্গ হল বেসরকারি বাস । তাই স্বাভাবিকভাবেই বাস কম থাকায় সমস্যায় পড়তে হচ্ছে যাত্রীদের ।”