পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কনটেইনমেন্ট জ়োনে বন্ধ বাস, নতুন রুটের দাবি বাস সংগঠনের - নতুন কনটেনমেন্ট জোনের বাইরে বাস রুট কলকাতা

নতুন কনটেইনমেন্ট জ়োনের জন্য উত্তর কলকাতার কয়েকটি বাসরুট বন্ধ । বেসরকারি বাস সংগঠনের দাবি, কনটেনমেন্ট জ়োনের কথা মাথায় রেখে নতুন করে বাসরুট তৈরি করা হোক ।

Making new Bus route outside the containment zone in Kolkata
Making new Bus route outside the containment zone in Kolkata

By

Published : Jul 15, 2020, 12:32 AM IST

কলকাতা, 14 জুলাই : কনটেইনমেন্ট জ়োনের কারণে বন্ধ হয়েছে উত্তর কলকাতার কয়েকটি গুরুত্বপূর্ণ বাসরুট । এই পরিস্থিতিতে কনটেইনমেন্ট জ়োনগুলির বাইরে রুটম্যাপ তৈরির জন্য পরিবহন দপ্তরের কাছে আবেদন জানাল বেসরকারি বাস সংগঠনগুলি ।

জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটের সাধারণ সম্পাদক তপন বন্দ্যোপাধ্যায় বলেন, “কনটেইনমেন্ট জোনের মধ্য দিয়ে বাস যাতায়াত করতে পারছে না । তাই বহু বাস বন্ধ থাকে এলাকাগুলিকে এড়ানোর জন্য । নয়তো ওলি-গলি দিয়ে যাতায়াত করছে । এর ফলে অনেকটা সময় লাগছে, যানজটের সৃষ্টি হচ্ছে এবং নিয়মিত রুট নয় বলে যাত্রীও মিলছে না । তাই আমরা পরিবহন দপ্তরের কাছে আর্জি জানাচ্ছি তারা যেন দ্রুত কনটেইনমেন্ট জ়োনগুলিকে মাথায় রেখে বেসরকারি বাসের জন্য একটি রুটম্যাপ তৈরি করে । কারণ, গণপরিবহনের একটি বড় অঙ্গ হল বেসরকারি বাস । তাই স্বাভাবিকভাবেই বাস কম থাকায় সমস্যায় পড়তে হচ্ছে যাত্রীদের ।”

ওয়েস্ট বেঙ্গল বাস অ্যান্ড মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক প্রদীপ নারায়ণ বসু বলেন, "দেশবন্ধু রোড ও গোপাল লাল ঠাকুর রোড এই দুটি রাস্তায় কনটেইনমেন্ট জ়োন হিসেবে চিহ্নিত হয়েছে । তাই এই রাস্তা দিয়ে আপাতত বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে । এছাড়াও 34D, 34B, 43, আড়িয়াদহ মিনিবাস, তোপসিয়া টবিন রোড মিনিবাস ও হাওড়া দক্ষিণেশ্বর মিনিবাসের রুট কনটেইনমেন্ট জ়োনের মধ্য দিয়ে বলে এই রুটগুলিও বন্ধ । কনটেইনমেন্ট জ়োনের জন্য অন্য রাস্তার কোনও রোডম্যাপ তৈরি করা হয়নি বলে বাসগুলি বসে রয়েছে ।"

তিনি আরও জানান, “ভাড়া হচ্ছে না বলে 223 ও 240 নম্বর বাসরুট বন্ধ রয়েছে । যেভাবে তেলের দাম বেড়ে যাচ্ছে তাতে পুরোনো ভাড়ায় বাস যে চালানো যাচ্ছে না সেই কথা আমরা বারবার বলেছি । এর ফলে উত্তর কলকাতার সব রুটেই বাস কমতে কমতে প্রায় 4 থেকে 5 শতাংশে এসে ঠেকেছে ।"

ABOUT THE AUTHOR

...view details