পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আগামীকাল থেকে টালা ব্রিজে বন্ধ বাস চলাচল - heavy weight cars will not be allowed

রবিবার থেকে টালা ব্রিজে বন্ধ থাকবে বাস চলাচল ৷ বন্ধ ভারী যান চলাচলও ৷ 3 টনের বেশি ভারী গাড়ি চলবে না ৷

ছবি

By

Published : Sep 27, 2019, 4:02 PM IST

Updated : Sep 28, 2019, 2:51 AM IST

কলকাতা, 28 সেপ্টেম্বর : আগামীকাল থেকে বাস চলাচল বন্ধ থাকবে টালা ব্রিজে ৷ আজ নবান্নে বৈঠকের পর একথা জানান পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম ৷ বন্ধ থাকবে ভারী যান চলাচল ৷ আপাতত চলবে ছোটো গাড়ি ৷ তবে তা 3 টনের বেশি ভারী নয় ৷ আগামীকাল থেকে কার্যকরী হবে নিয়ম ৷ আজ ব্রিজ পরিদর্শনে যাবেন কলকাতা পুলিশ কমিশনার অনুজ শর্মা ৷

টালা ব্রিজের অবস্থা খুবই বিপজ্জনক ৷ এই বিষয়ে রেলওয়ে সমীক্ষক সংস্থা রাইটস ইতিমধ্যে রিপোর্ট পেশ করেছে নবান্নে । এর জেরে দু'দিন আগেই টালা ব্রিজের ওপর বন্ধ করা হয়েছে ভারী যান চলাচল । গতকাল পৌর ও নগরোন্নয়ন, পূর্ত সহ সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী ও আধিকারিকরা নবান্নে জরুরি বৈঠক করেন । কিন্তু সেই বৈঠকে টালা ব্রিজ নিয়ে তেমন কোনও সিদ্ধান্তে আসতে পারেননি তাঁরা । পুজোর সময় মাঝেরহাট ব্রিজের ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয়, তার জন্য টালা ব্রিজ নিয়ে উদ্বেগ প্রকাশ করে আজ নবান্নে গুরুত্বপূর্ণ বৈঠক করলেন মুখ্যমন্ত্রী । বৈঠকে থেকে পরিবহন দপ্তরকে তিনি নির্দেশ দিলেন, রাজ্য এবং কলকাতা পুলিশের সঙ্গে কথা বলে টালা ব্রিজের বিকল্প রুটের ব্যবস্থা করতে । পুজোর সময় সাধারণ মানুষের যাতে কোনও সমস্যা না হয় সে বিষয়টি খতিয়ে দেখার কথাও বলেন তিনি ।

ভিডিয়োয় শুনুন ফিরহাদ হাকিমের বক্তব্য

এবার ঘুরপথে চলবে গাড়ি ৷ কী হবে রুটম্যাপ ? সেই বিষয়ে আগামীকাল বিজ্ঞপ্তি জারি করে জানানো হবে ৷ এখন স্বাস্থ্য পরীক্ষা চলবে টালা ব্রিজের ৷ পুজোর পরই এবিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে ৷ পরিসংখ্যান বলছে, দৈনিক 600-র বেশি বাস চলে টালা ব্রিজের ওপর দিয়ে ৷ সেক্ষেত্রে যাত্রীদের কী হবে ? আপাতত সমস্যা মেটাতে কথা বলা হচ্ছে রেলের সঙ্গে ৷ বাড়ানো হতে পারে ট্রেনের সংখ্যা ৷ টালার পাশাপাশি চলছে বেহালা ব্রিজের স্বাস্থ্য পরীক্ষাও ৷

এই বিষয়ে, রাজ্যের পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, "আজকের বিশেষ বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে, কোনও বড় ও ভারী গাড়ি যাবে না । রবিবার থেকে বন্ধ থাকবে বাস চলাচল । ছোটো গাড়ি চলাচল করবে । পুজো শেষ হওয়ার পরে ব্রিজের জন্য কী ব্যবস্থা নেওয়া হবে, তা নিয়ে পূর্ত দপ্তর এবং রাইটস সিদ্ধান্ত নেবে ।"

বৈঠকে কী সিদ্ধান্ত হল, তা পরিবহন দপ্তরের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হবে ৷ পাশপাশি বিকল্প রুটের কথাও জানিয়ে দেওয়া হবে বলে, জানান পরিবহন সচিব ।

Last Updated : Sep 28, 2019, 2:51 AM IST

ABOUT THE AUTHOR

...view details