কলকাতা, 28 সেপ্টেম্বর : আগামীকাল থেকে বাস চলাচল বন্ধ থাকবে টালা ব্রিজে ৷ আজ নবান্নে বৈঠকের পর একথা জানান পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম ৷ বন্ধ থাকবে ভারী যান চলাচল ৷ আপাতত চলবে ছোটো গাড়ি ৷ তবে তা 3 টনের বেশি ভারী নয় ৷ আগামীকাল থেকে কার্যকরী হবে নিয়ম ৷ আজ ব্রিজ পরিদর্শনে যাবেন কলকাতা পুলিশ কমিশনার অনুজ শর্মা ৷
টালা ব্রিজের অবস্থা খুবই বিপজ্জনক ৷ এই বিষয়ে রেলওয়ে সমীক্ষক সংস্থা রাইটস ইতিমধ্যে রিপোর্ট পেশ করেছে নবান্নে । এর জেরে দু'দিন আগেই টালা ব্রিজের ওপর বন্ধ করা হয়েছে ভারী যান চলাচল । গতকাল পৌর ও নগরোন্নয়ন, পূর্ত সহ সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী ও আধিকারিকরা নবান্নে জরুরি বৈঠক করেন । কিন্তু সেই বৈঠকে টালা ব্রিজ নিয়ে তেমন কোনও সিদ্ধান্তে আসতে পারেননি তাঁরা । পুজোর সময় মাঝেরহাট ব্রিজের ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয়, তার জন্য টালা ব্রিজ নিয়ে উদ্বেগ প্রকাশ করে আজ নবান্নে গুরুত্বপূর্ণ বৈঠক করলেন মুখ্যমন্ত্রী । বৈঠকে থেকে পরিবহন দপ্তরকে তিনি নির্দেশ দিলেন, রাজ্য এবং কলকাতা পুলিশের সঙ্গে কথা বলে টালা ব্রিজের বিকল্প রুটের ব্যবস্থা করতে । পুজোর সময় সাধারণ মানুষের যাতে কোনও সমস্যা না হয় সে বিষয়টি খতিয়ে দেখার কথাও বলেন তিনি ।