কলকাতা, 11 অগস্ট : ফের বাস দুর্ঘটনা শহরে । পিছন থেকে আসা বাসকে ওভারটেক করে এগিয়ে যাওয়ার চেষ্টায় ডিভাইডারে সজোরে ধাক্কা মারে বাসটি ৷ প্রাণহানির ঘটনা না ঘটলেও, বাসে থাকা যাত্রীদের অনেকেই আহত হয়েছেন ৷
পুলিশ জানিয়েছে, বেলা সাড়ে 12টা নাগাদ পার্ক সার্কাস থেকে সায়েন্স সিটির দিকে যাচ্ছিল কেবি-21 রুটের একটি বাস । প্রগতী ময়দান থানা এলাকায় বাইপাসের ধারে পার্ক সার্কাস থেকে সায়েন্স সিটির দিকে যাওয়ার সময় আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ডিভাইডারে ধাক্কা মারে বাসটি । দুর্ঘটনায় বাসের সামনের দিকের কাচ ভেঙে যায় । বাসের সামনের দিকটি একেবারে দুমড়েমুচড়ে যায় । ঘটনাস্থলে আসে প্রগতী ময়দান থানার পুলিশ । দুর্ঘটনার পর বাসের চালক ও কন্ডাকটর ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় । বাস মালিকের খোঁজ চলছে ৷