পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

চিৎপুরে সিগনাল পোস্টে ধাক্কা মেরে ওলটাল স্কুলবাস; আহত 15 - Bus Accident in Chitpur

চিৎপুর লকগেট ব্রিজের কাছে ওলটাল স্কুলবাস । আহত 15 জন ।

আহত

By

Published : Nov 11, 2019, 12:24 PM IST

Updated : Nov 11, 2019, 3:23 PM IST

কলকাতা, 11 নভেম্বর : চিতপুর লকগেট ব্রিজের কাছে ওলটাল স্কুল বাস । আহত 15 জন । আহতদের আর জি কর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ।

আজ সকাল 10 টা নাগাদ স্কুলবাসটি পি কে মুখার্জি ও কাশীপুর রোডের সংযোগস্থলে লকগেট ব্রিজে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে । সিগনাল পোস্টে ধাক্কা মেরে উলটে যায় বাসটি । খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ । উদ্ধার করে আহতদের হাসপাতালে নিয়ে যায় ।

দেখুন ভিডিয়ো...

অভিযোগ, লকগেট ব্রিজের কাছে রাস্তাতে রাখা ছিল বালি । তাতেই চাকা পিছলে বাসের নিয়ন্ত্রণ হারান চালক ৷ সিগনাল পোস্টে ধাক্কা মেরে উলটে যায় বাসটি । ঘটনাস্থান থেকে বাসটি সরিয়ে নেওয়া হয়েছে ।

Last Updated : Nov 11, 2019, 3:23 PM IST

ABOUT THE AUTHOR

...view details