পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মেট্রোর কাজে বাড়িতে ফাটল, দুশ্চিন্তায় চৈতন্য সেন লেন - মেট্রোর কাজে বাড়িতে ফাটল

চৈতন্য সেন লেনের 11 নম্বর বাড়ির বাসিন্দা রথীন ভৌমিক । রথীন ভৌমিকের পরিবার সহ ওই বাড়িতে পাঁচটি পরিবার থাকে । রথীন বাবু জানিয়েছেন, ফাটোল ধরার পরই মেট্রোরেলের তরফে তড়িঘড়ি এই পাঁচ পরিবারকে ক্রিক রো-র একটি হোটেলে সরানো হয় ।

metro
metro

By

Published : Feb 28, 2020, 9:24 PM IST

Updated : Feb 29, 2020, 12:03 AM IST

কলকাতা, 28 ফেব্রুয়ারি : মেট্রো রেলের কাজ শুরুর পরেই আবার ফাটল দেখা দিল বউবাজারের চৈতন্য লেনের কয়েকটি বাড়িতে । ফের আতঙ্ক ছড়িয়েছে সেই এলাকায় । এই লেনের 10,11 এবং 13 নম্বর বাড়িতে ফাটল ধরা পড়েছে । মেট্রো কর্তৃপক্ষের তরফে কয়েকজন বাসিন্দাকে ক্রিক রো-র একটি হোটেলে রাখা হয়েছে ।

চৈতন্য সেন লেনের 11 নম্বর বাড়ির বাসিন্দা রথীন ভৌমিক । রথীন ভৌমিকের পরিবার সহ ওই বাড়িতে পাঁচটি পরিবার থাকে । রথীন বাবু জানিয়েছেন, ফাটল ধরার পরই মেট্রো রেলের তরফে তড়িঘড়ি এই পাঁচ পরিবারকে ক্রিক রো-র একটি হোটেলে সরানো হয় ।

রথীন ভৌমিক বলেন, "এর আগে যখন মেট্রোর কাজ হয়েছিল তখন তাঁদের বাড়ির দেওয়ালে সামান্য চির দেখা গিয়েছিল । সেই সময় মেট্রো কর্তৃপক্ষ বিষয়টি পরিদর্শন করতে আসে । কিন্তু সেভাবে কোনও ব্যবস্থা নেয়নি । এরপর আবার নতুন করে ফাটল ধরার পর মেট্রোরেল কর্তৃপক্ষ তাঁদের বাড়ি ফাঁকা করতে বলে । তিন মার্চ আমাদের বাড়ি ফিরতে পারব বলে জানিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ । কিন্তু তা কতটা সম্ভব হবে সেই নিয়েও দুশ্চিন্তায় রয়েছি ।"

ভিডিয়োয় দেখুন...

রথীন ভৌমিকের বাড়ি এই অঞ্চলের সবচেয়ে পুরনো বাড়িগুলির মধ্যে একটি । মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, যতদিন কাজ চলবে ততবার এই বাড়িতে ফাটলের সম্ভাবনা রয়েছে । তাই আগামী কদিন হোটেলেই থাকতে হবে তাদের । মেট্রো রেলের কাজ শেষ হলে বাড়িটি পুরোপুরি মেরামত করে পরিবারগুলির আবার থাকার ব্যবস্থা করা হবে । আদৌ তাঁরা বাড়িতে ফিরতে পারবেন কি না সেই নিয়ে আশঙ্কায় রয়েছে তাঁরা ।

এই এলাকায় আর এক বৃদ্ধ বাসিন্দা লালচাঁদ ধর দুশ্চিন্তার প্রহর কাটাচ্ছেন । 96 বছরের এই বৃদ্ধ থাকেন 12/1c চৈতন্য সেন লেনে । তিনি জানিয়েছেন তাঁদের এই বসতবাড়ি প্রায় 160 বছরের পুরোনো । আশেপাশের প্রত্যেকটি বাড়ি মেট্রোর কাজের জন্য ক্ষতিগ্রস্ত হয়েছে । তিনি আশঙ্কা করছেন, আগামী দিনের মেট্রোকাজের জন্য ক্ষতির মুখে পড়তে পারে তাঁদের বাড়ি । লালচাঁদ বাবু বলেন, "জীবনের এই সময়টায় নাতি-নাতনি নিয়ে নিজের বাড়ি ছেড়ে অন্য কোথাও যেতে হলে তা খুবই বেদনাদায়ক । এখনও তাঁদের বাড়ি বিপজ্জনক ঘোষণা করেনি মেট্রো কর্তৃপক্ষ । প্রয়োজনীয় লোহার পিলার লাগিয়ে ব্য়বস্থা নেওয়া হয়েছে । তাও তিনি দুশ্চিন্তা মুক্ত নন । আগামী দিনে ক্ষতির আশঙ্কায় দিন কাটাচ্ছেন ।

Last Updated : Feb 29, 2020, 12:03 AM IST

ABOUT THE AUTHOR

...view details