কলকাতা, 26 মে : আপাতত স্থিতিশীল রয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ৷ মেডিক্যাল বুলেটিন প্রকাশ করে তাঁর শারীরিক অবস্থার কথা জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ ।
যদিও 77 বছর বয়সী প্রাক্তন মুখ্যমন্ত্রীকে এখনও রাখা রয়েছে বাইপ্যাপ সাপোর্টে । সকাল থেকে তাঁর যে নিদ্রাচ্ছন্ন ও ঘোর ভাব ছিল তা এখন কেটে গিয়েছে । তিনি এখন জেগে রয়েছেন ও স্বাভাবিক কথাবার্তাও বলছেন । তিনি তাঁর পারিপার্শ্বিক সম্বন্ধেও যথেষ্ট সচেতন রয়েছেন বলে হাসপাতাল সূত্রে খবর । বর্তমানে তাঁর অক্সিজেনের মাত্রা রয়েছে 93 শতাংশ । বুদ্ধবাবুর উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রয়েছে । তাঁর হৃৎস্পন্দন প্রতি মিনিটে 62 ।
আরও পড়ুন :যশে কতটা ক্ষতি দিঘা-সুন্দরবনের ? শুক্রে পরিদর্শনে মমতা