পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বুদ্ধবাবুর অবস্থা স্থিতিশীল, ভাল আছেন মীরাদেবীও - বুদ্ধদেব ভট্টাচার্য

আপাতত স্থিতিশীল বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক অবস্থা । গত কালকের মত আজও তাঁকে মুখ দিয়ে খাবার খাওয়ানো হয়েছে । হাসপাতাল সূত্রে জানানো হয়েছে যে, আজ তাঁর কোভিড সহ বেশ কয়েকটি শারীরিক পরীক্ষা করা হয়েছিল ৷ যেগুলির রিপোর্ট সন্তোষজনক । যদিও তাঁকে ওষুধ ও বাইপ্যাপ সাপোর্টে রাখা হয়েছে ।

বুদ্ধবাবুর অবস্থা স্থিতিশীল, ভাল আছেন মীরাও
বুদ্ধবাবুর অবস্থা স্থিতিশীল, ভাল আছেন মীরাও

By

Published : May 26, 2021, 10:53 PM IST

কলকাতা, 26 মে : আপাতত স্থিতিশীল রয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ৷ মেডিক্যাল বুলেটিন প্রকাশ করে তাঁর শারীরিক অবস্থার কথা জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ ।

যদিও 77 বছর বয়সী প্রাক্তন মুখ্যমন্ত্রীকে এখনও রাখা রয়েছে বাইপ্যাপ সাপোর্টে । সকাল থেকে তাঁর যে নিদ্রাচ্ছন্ন ও ঘোর ভাব ছিল তা এখন কেটে গিয়েছে । তিনি এখন জেগে রয়েছেন ও স্বাভাবিক কথাবার্তাও বলছেন । তিনি তাঁর পারিপার্শ্বিক সম্বন্ধেও যথেষ্ট সচেতন রয়েছেন বলে হাসপাতাল সূত্রে খবর । বর্তমানে তাঁর অক্সিজেনের মাত্রা রয়েছে 93 শতাংশ । বুদ্ধবাবুর উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রয়েছে । তাঁর হৃৎস্পন্দন প্রতি মিনিটে 62 ।

আরও পড়ুন :যশে কতটা ক্ষতি দিঘা-সুন্দরবনের ? শুক্রে পরিদর্শনে মমতা


গত কালকের মত আজও তাঁকে মুখ দিয়ে খাবার খাওয়ানো হয়েছে । হাসপাতাল সূত্রে জানানো হয়েছে যে, আজ তাঁর কোভিড সহ বেশ কয়েকটি শারীরিক পরীক্ষা করা হয়েছিল ৷ যেগুলির রিপোর্ট সন্তোষজনক । যদিও তাঁকে ওষুধ ও বাইপ্যাপ সাপোর্টে রাখা হয়েছে ।

ওদিকে বুদ্ধবাবুর হাসপাতালে ভর্তি হওয়ার খবর শুনে তাঁর স্ত্রী মীরা দেবী কিছুটা উদ্বিগ্ন হয়ে পড়েন এর ফলে তার শরীরের ওপর প্রভাব পড়ে । তবে এখন তিনিও শারীরিকভাবে স্থিতিশীল রয়েছেন ।

বর্তমানে মীরাদেবীর শরীরে অক্সিজেনের মাত্রা রয়েছে 99 শতাংশ । এর আগে তাঁর বেশ কয়েকটি রক্তের পরীক্ষা করা হয় । সমস্ত রিপোর্টই সন্তোষজনক ।

ABOUT THE AUTHOR

...view details