কলকাতা, 15 নভেম্বর : সৌমিত্র চট্টোপাধ্যায়ের মৃত্যুতে শোকস্তব্ধ প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য । দুপুরে প্রয়াত অভিনেতার মৃত্যুর খবর পেয়ে দুঃখ প্রকাশ করেন তিনি । অভিনেতার মৃত্যুর সংবাদের পর মর্মাহত প্রাক্তন মুখ্যমন্ত্রী । দুপুরে কিছু খেতেও চাননি তিনি ।
সৌমিত্রর মৃত্যুতে শোকাহত বুদ্ধদেব, খেতে চাইলেন না দুপুরের খাবার - প্রয়াত সৌমিত্র চট্টোপাধ্যায়
"বাংলা চলচ্চিত্র চিরকাল তাঁর কাছে ঋণস্বীকার করবে । আমি তাঁর পরিবার পরিজনকে সমবেদনা জানাই ।" শোক প্রস্তাবে জানান বুদ্ধদেব ভট্টাচার্য ।
সৌমিত্র চট্টোপাধ্যায়ের পরিবারের সকলকে সমবেদনা জানানোর পাশাপাশি বুদ্ধদেব ভট্টাচার্যের শোক প্রস্তাবে তিনি জানান, "সৌমিত্র চট্টোপাধ্যায়ের মৃত্যু এক গভীর দুঃখজনক ঘটনা । বাংলা চলচ্চিত্র চিরকাল তাঁর কাছে ঋণস্বীকার করবে । আমি তাঁর পরিবার পরিজনকে সমবেদনা জানাই ।"
ভাবী কাল ঋণী হয়ে রইল সৌমিত্র চট্টোপাধ্যায়ের আমৃত্যু সৃজনশীল কর্মকাণ্ডের জন্য । দীর্ঘদিনের আলাপ । সাহিত্যের প্রতি বুদ্ধদেব ভট্টাচার্য এবং সৌমিত্র চট্টোপাধ্যায়ের ছিল প্রগাঢ় আকর্ষণ । ছাত্র আন্দোলনের উত্তপ্ত সময়ে দু'জনেই বাম রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে ছিলেন । সারা জীবন বামপন্থায় বিশ্বাসী সৌমিত্র চট্টোপাধ্যায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ।