পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Buddhadeb Bhattacharjee: চিকিৎসার স্বার্থেই বুদ্ধদেবের ঘর থেকে সরবে তাঁর প্রিয় বইগুলি - leave from the hospital

11 দিন হাসপাতালে যুদ্ধ করার পর ভালো আছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ৷ আপাতত মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, তাঁর ছুটি ঘোষণা করা হবে বলে জানা গিয়েছে হাসপাতাল সূত্রে ৷

Etv Bharat
ছুটি কবে বুদ্ধদেবের, সিদ্ধান্ত মেডিক্যাল বোর্ডে

By

Published : Aug 8, 2023, 4:40 PM IST

Updated : Aug 8, 2023, 6:10 PM IST

বুদ্ধদেব ভট্টাচার্যের জন্য বাড়িতে তৈরি হোমকেয়ার ইউনিট

কলকাতা, 8 অগস্ট: বই ছাড়া নিজেকে ভাবতেই পারেন না বুদ্ধদেব ৷ কিন্তু এবার তাঁর বইপ্রেমে কাঁটা হয়ে দাঁড়াল শারীরিক অসুস্থতা। বই দেখার সুখ থেকেও বঞ্চিত হতে চলেছেন তিনি । কারণ বুদ্ধদেবের প্রিয় বইগুলি সরানো হবে তাঁর ঘর থেকে ৷ পাম অ্যাভিনিউ-এর দু'কামরার ঘরে চোখ রাখলেই দেখা যায় সারি সারি বই এখানে সেখানে, চিকিৎসার স্বার্থে সেই ঘরেই তৈরি হবে হোমকেয়ার ইউনিট ৷ যে কারণে সরানো হচ্ছে বুদ্ধদেবের সাধের বই ৷ সেই হোম কেয়ারের মধ্যে থাকবে একজন নার্স, বাইপাপ সাপোর্ট, রাইস টিউব। সেই হোমকেয়ার ইউনিট তৈরি করতে বই সরানোর চিন্তাভাবনা করা হয়েছে বলে জানিয়েছেন বাম নেতা সূর্যকান্ত মিশ্র।

প্রাক্তন মুখ্যমন্ত্রী শারীরিক অবস্থা নিয়ে একটি মেডিক্যাল বোর্ড বসে। সেখানে দলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন বাম নেতা সূর্যকান্ত মিশ্র। বৈঠক শেষে তিনি জানান, "উনি খুবই ভালো আছেন এখন। গান গাইছেন গুনগুন করছেন, কথাবার্তাও বলছেন। আমি বললাম আজকে এবার আপনাকে ছেড়ে দেওয়া হবে। এটাও জানিয়েছি যে হোমকেয়ার ইউনিটের জন্য আপনার বইপত্রগুলো একটু সরানো হবে।" ইতিমধ্যেই তাঁকে হাসপাতাল থেকে ছাড়ার প্রস্তুতি চলছে। সমস্ত অফিশিয়ালি কাজ শেষ হলে হাসপাতাল থেকে ছুটি মিলবে প্রাক্তন মুখ্যমন্ত্রীর।

মেডিকেল বোর্ডের পর বুদ্ধদেব ভট্টাচার্যের ব্যক্তিগত চিকিৎসক উৎপল বন্দ্যোপাধ্যায় জানান," ওনার শারীরিক অবস্থা এখন অনেক উন্নতি হয়েছে। তবে হাসপাতালে ওনাকে যেভাবে রাখা হয়েছিল বাড়িতে সেভাবে রাখার জন্য ব্যবস্থা চলছে। তবে ছুটি কবে হবে তা পরবর্তী মেডিক্যাল বুলেটিনের মাধ্যমে জানানো হবে ৷ আপাতত প্রস্তুতি চলছে ৷ আজকে সবকিছু ঠিকঠাক হয়ে গেলে আগামিকাল অর্থাৎ বুধবার ছুটি পেতে পারেন ৷ তবে সবটাই নির্ভর করছে মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্তের উপরে ৷"

আরও পড়ুন: বুধবার হাসপাতাল থেকে ছাড়া পেতে পারেন বুদ্ধদেব, রক্ত পরীক্ষার পর সিদ্ধান্ত

11 দিন ধরে আলিপুরের বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। ফুসফুসে সংক্রমণ নিয়ে তাঁকে ভর্তি করা হয়েছিল হাসপাতালে। তবে এখন সেই সংক্রমণ একদমই নেই । তবে চিকিৎসকদের বর্তমানে প্রধান লক্ষ তাঁর রাইস টিউব খোলা। তরল জাতীয় খাবার দেওয়া হলেও কাশির জন্য চিবিয়ে খেতে সমস্যা রয়েছে বুদ্ধদেবের। তাই সেই বিষয়ে বিশেষ চিকিৎসা চলছে ওনার। হাসপাতালে মিউজিক থেরাপি চলছে তাঁর। চিকিৎসক সূত্রে খবর, শ্রাবণের ধারার মত গানটি তিনি শুনেছেন। গুনগুন করেছেন স্ত্রীয়ের সঙ্গেও।

Last Updated : Aug 8, 2023, 6:10 PM IST

ABOUT THE AUTHOR

...view details