পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

"অমর্ত্যর সঙ্গে বিবাহ বিচ্ছেদ মানতে পারেননি নবনীতা", স্মৃতিচারণায় বুদ্ধদেব গুহ - নবনীতা দেব সেনের মৃত্যুর খবর

জন্মদিনে বুদ্ধদেব গুহর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত বা টপ্পা গান শুনতে চাইতেন নবনীতা দেব সেন । প্রিয় বান্ধবীর মৃত্যুতে কন্ঠরোধ হয়ে আসছিল লেখক বুদ্ধদেব গুহর । স্মৃতিচারণা করতে গিয়ে চোখের জল বাঁধ মানল না বুদ্ধদেব গুহর ।

বুদ্ধদেব গুহ

By

Published : Nov 7, 2019, 11:48 PM IST

কলকাতা, 7 নভেম্বর : বুদ্ধদেব গুহর পুরাতনী টপ্পা গানের গুণমুগ্ধ শ্রোতা ছিলেন নবনীতা দেব সেন । প্রতিবছর জন্মদিনে বুদ্ধদেব গুহকে নিজের বাড়ি 'ভালোবাসা'-তে আমন্ত্রণ জানাতেন নবনীতা । জন্মদিনে বুদ্ধদেবের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত বা টপ্পা গান শুনতে চাইতেন নবনীতা । প্রিয় বান্ধবীর স্মৃতিচারণা করতে গিয়ে চোখের জল বাঁধ মানল না বুদ্ধদেবের ।

সানি টাওয়ার্সের বাড়ি থেকে ঋতু গুহকে নিয়ে মাঝেমধ্যেই 'ভালোবাসা'তে যেতেন বুদ্ধদেব গুহ । স্কুল ফাইনাল পরীক্ষায় একসঙ্গে পাস করেছিলেন দু'জনে । তারপর একজন প্রেসিডেন্সি কলেজে, অন্যজন সেন্ট জ়েভিয়ার্সে । নবনীতা এবং বুদ্ধদেব একসঙ্গে 'সংলাপ' নামে একটি পত্রিকা চালু করেছিলেন । নবনীতা গুরুত্বসহকারে সম্পাদনা করতেন পত্রিকাটির । নবনীতা যখন বিদেশে থাকতেন তখন নিয়মিত চিঠির উত্তর দিতেন তাঁকে বলে জানালেন বুদ্ধদেব ।

বুদ্ধদেবের স্ত্রী ঋতুর সঙ্গেও যথেষ্ট সখ্যতা ছিল নবনীতার । বুদ্ধদেব বলেন, "অমর্ত্য সেনের সঙ্গে বিচ্ছেদ মানতে পারেননি নবনীতা । সেই ধাক্কা সামলাতে না পেরে দীর্ঘদিন কষ্ট পেয়েছেন । প্রাণবন্ত প্রতিবাদী একটি মেয়ের মৃত্যু হল আজ ৷"

নবনীতার থেকে প্রায় তিন বছরের বড় বুদ্ধদেব । বয়সে বড় হয়ে নবনীতার স্মৃতিচারণা করতে মোটেই ভাল লাগছিল না তাঁর । বললেন, "মনের অবস্থা ভালো নেই ।"

ABOUT THE AUTHOR

...view details