পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ধীরে ধীরে সুস্থ হচ্ছেন বুদ্ধদেব ভট্টাচার্য - rabin deb on buddhadeb Bhattacharya

আগের থেকে ধীরে ধীরে শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বুদ্ধদেব ভট্টাচার্যর । সাড়া দিচ্ছেন চিকিৎসায় ।

ফাইল ফোটো

By

Published : Aug 1, 2019, 11:42 PM IST

কলকাতা, 1 অগাস্ট : আগের থেকে অনেকটাই সুস্থ বুদ্ধদেব ভট্টাচার্য । ঘরের মধ্যেই একটু আধটু হাঁটাচলা করছেন তিনি । যদিও অক্সিজেন সিলিন্ডার তাঁর সর্বক্ষণের সঙ্গী । চোখের সমস্যা থাকায় দৃষ্টিশক্তি ক্ষীণ হয়ে এলেও, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে সম্পূর্ণ ওয়াকিবহল রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী । দক্ষিণ কলকাতার পাম অ্যাভিনিউয়ের বাড়িতেই এখনও থাকেন তিনি ।

শীতকাল এলেই আতঙ্কে থাকতে হয় বুদ্ধদেববাবুর পরিবারকে । এই বুঝি শরীর খারাপ হল । রয়েছে COPD (ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজ়িস)-র সমস্যা । শুষ্ক হয়ে আসছে চোখ । দুইয়ে মিলে কার্যত নাজেহাল অবস্থা তাঁর । দীর্ঘদিন ডাক্তারের নির্দেশে তরল জাতীয় খাবার খেয়ে রয়েছেন । মাছ, মাংস তিনি খান না । তাঁর দীর্ঘদিনের রাজনৈতিক সঙ্গী রবীন দেব জানান, বুদ্ধদেববাবুর শারীরিক অবস্থা একইরকম রয়েছে । তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন । শারীরিক অবস্থার উন্নতি হয়েছে । বাড়িতেই থাকেন বেশিরভাগ সময় । চলাফেরা ঘরের মধ্যেই করেন । তবে, বেশি হাঁটাচলা করতে পারেন না । চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী চলতে হয় তাঁকে । পার্টির নেতৃত্ব নিয়মিত তাঁর সঙ্গে যোগাযোগ রেখে চলে । এখনও রাজ্যে বিভিন্ন বামপন্থী কর্মসূচি গ্রহণ করা হয় তাঁর পরামর্শ মেনেই ।

বাড়িতে থেকে এখনও নিয়মিত পড়াশোনা করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী । পড়াশোনার ক্ষেত্রে চোখের সমস্যা থাকলেও, বাড়িতে সর্বক্ষণের কর্মী রয়েছেন । যিনি তাঁকে বিভিন্ন সংবাদপত্র ও বই পড়ে শোনান । বর্তমান রাজনৈতিক অবস্থা সম্পর্কে সম্পূর্ণ ওয়াকিবহল তিনি । পরিস্থিতি নির্ধারণ করবে আগামী নির্বাচনগুলিতে বুদ্ধদেববাবুর পরামর্শ কীভাবে বামেদের কাজে লাগে । পার্টির নেতৃত্ব তাঁকে সামনে আনতে চাইবে । এবারও বামেদের ব্রিগেডে তাঁকে উপস্থিত থাকতে দেখা গেছিল । সঙ্গে ছিলেন স্ত্রী মীরা ভট্টাচার্য । কিন্তু ধুলো ও রোদের কারণে গাড়ি থেকে নামতে পারেননি তিনি । চিকিৎসকদের নিষেধ ছিল । লাগানো ছিল অক্সিজেনের নল । সাদা পায়জামা পাঞ্জাবি পরেই তিনি গেছিলেন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে । সঙ্গে ছিলেন পারিবারিক চিকিৎসক তথা আর এক বাম নেতা ফুয়াদ হালিম । এবার লোকসভা নির্বাচনে তাঁর পরামর্শ অনেকটাই উজ্জীবিত করেছিল দলের নেতা-কর্মীদের । রাজ্যের রাজনীতিতে তাঁর অবদানের কথা অনস্বীকার্য বলে জানিয়েছেন রবীন দেব । তবে, আগামী দিনে তাঁকে কতটা পাশে পাবে দল সেটা ঠিক করবে তাঁর শারীরিক অবস্থা ।

দলে তাঁর অবদানের কথা একবাক্যে স্বীকার করেছেন CPI(M) নেতা সুজন চক্রবর্তী । দেশের সংকট মোকাবিলায় তাঁর পরামর্শ এবং উপস্থিতি খুবই জরুরি এবং প্রয়োজনীয় বলে মনে করেন তিনি ৷ জানান, শ্রমজীবী মানুষ এখনও শুনতে চান তাঁরই বক্তব্য ।

ABOUT THE AUTHOR

...view details