কলকাতা, 9 ডিসেম্বর : নন ইনভেসিভ ভেন্টিলেশন থেকে মেকানিকেল ভেন্টিলেশনে নিয়ে যাওয়া হয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে ৷ তাঁর কোরোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে । হাসপাতালের তরফে একথা জানানো হয়েছে । প্রাক্তন মুখ্যমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন রাজ্যপাল জগদীপ ধনকড় এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সন্ধেয় হাসপাতালে যান মুখ্যমন্ত্রী । চিকিৎসকদের সঙ্গে কথা বলেন ।
আজ দুপুরে শ্বাসকষ্ট জনিত সমস্যার কারণে তাঁকে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয় ৷ প্রাথমিক চিকিৎসার পর তাঁর ফুসফুসে সংক্রমণের হদিস পান চিকিৎসকরা ৷ শরীরে অক্সিজনের পরিমাণও কমে যায় প্রাক্তন মুখ্যমন্ত্রীর ৷ হাসপাতালে যখন তাঁকে আনা হয় তখন তাঁর শরীরে অক্সিজেনের মাত্রা ছিল 70 শতাংশ ৷ সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে ভরতি করা হয় ৷ হাসপাতাল সূত্রে খবর, এইচআরসিটি থোরাক্স রিপোর্টে তাঁর পুরোনো নিমোনিয়ার প্যাচ পাওয়া গেছে ৷ তবে তাঁর কোরোনা রিপোর্ট নেগেটিভ এসেছে ৷ সিটি স্ক্যানে তাঁর মস্তিষ্কে পুরোনো লাকুনার ইনফারেক্টস আছে ৷
বর্তমানে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে নন ইনভেসিভ ভেন্টিলেশনে রাখা হয় ৷ পরে মেকানিকেল ভেন্টিলেশনে রাখা হয়েছে । সেখানে অক্সিজেনের স্যাচুরেশন 95 শতাংশ বজায় রাখা হয়েছে ৷ তবে তাঁর পালস ও ব্লাড রিপোর্ট স্থিতিশীল আছে ৷ তাঁকে আইভি অ্যান্টিবডি দেওয়া হয়েছে ৷ তাঁর শারীরিক পরিস্থিতি গুরুতর জানিয়ে চিকিৎসকরা বলছেন, তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন ৷