পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ভালো আছেন বুদ্ধদেব, শুনছেন রবীন্দ্রসংগীত - kolkata

হাসপাতাল থেকে বাড়িতে ফেরার পর অনেকটাই সুস্থ বোধ করছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী ৷ আজ সকালে ঋতু গুহর রবীন্দ্রসঙ্গীত শুনেছেন । সকালবেলা হালকা চিনি ছাড়া লিকার চায়ের সঙ্গে ক্রিমক্র্যাকার বিস্কুট খেয়েছেন ।

বুদ্ধদেব

By

Published : Sep 10, 2019, 5:44 PM IST

কলকাতা, 10 সেপ্টেম্বর : তিন দিন হাসপাতালে থাকার পর সোমবার পাম অ্যাভিনিউর বাড়িতে ফিরে গিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য । হাসপাতালে ভরতির পর কিছুটা সুস্থ হয়েই বাড়ি ফিরতে চাইছিলেন তিনি ৷ বলেছিলেন, " আমার জন্য হাসপাতালে ভিড় হচ্ছে, অন্য রোগীদের অসুবিধা হচ্ছে৷ " পার্টির নেতাদের বলেছিলেন, হাসপাতালে যেন কর্মীরা অযথা ভিড় না করে৷ তাঁকে অন্তত এক সপ্তাহ পর্যবেক্ষণে রাখতে চেয়েছিলেন চিকিৎসকরা৷ কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্যের জেদের কাছে হার মানতে হয় তাদের৷ প্রাক্তন মুখ্যমন্ত্রীর চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডে থাকা এক চিকিৎসক জানান, ছুটি দিতে প্রথমে রাজি না হওয়ায় ডাক্তারদের সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী । অশক্ত শরীরেও তাঁর জেদ দেখে চিকিৎসকরা বিস্মিত হয়ে যান ৷

বাড়িতে ফেরার পর আজ অনেকটাই সুস্থ বোধ করছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী ৷ আজ সকালে ঋতু গুহর রবীন্দ্রসঙ্গীত শুনেছেন । সকালবেলা হালকা চিনি ছাড়া লিকার চায়ের সঙ্গে ক্রিমক্র্যাকার বিস্কুট খেয়েছেন । যদিও 24 ঘণ্টাই তাঁকে অক্সিজেন নিতে হচ্ছে ৷ সর্বক্ষণের জন্য এক কর্মী তাঁকে নজরে রেখেছেন । আলিমুদ্দিন স্ট্রিটের মুজফফর আহমেদ ভবন থেকে ঘন ঘন টেলিফোন আসছে ৷ "বুদ্ধদা"র শারীরিক অবস্থার উন্নতির খবর পেয়ে উদ্বিগ্ন পার্টি কমরেডরা এখন কিছুটা নিশ্চিন্ত ।

বালিগঞ্জের পাম অ্যাভিনিউয়ের এই বাড়ি থেকেই শেষবারের মতো বিদায় নিয়েছিলেন বুদ্ধদেব ভট্টাচার্যের মা । সেই স্মৃতির টানেই বুদ্ধবাবুও থাকতে চান এই বাড়িতেই । এই বাড়িতেই চিকিৎসার বন্দোবস্ত ক‍রা হয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রীর । নিয়মিত চিকিৎসকরা তাঁর স্বাস্থ্য পরীক্ষা করছেন ।

ABOUT THE AUTHOR

...view details