কলকাতা, 30 জুলাই:প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক অবস্থার অবনতি হল ৷ শনিবারবেশি রাতে তাঁকে নন-ইনভেসিভ ভেন্টিলেশন থেকে ইনভেসিভ ভেন্টিলেশনে স্থানান্তরিত করলেন চিকিৎসকরা ৷ তাঁর রক্তচাপ আগের থেকে অনেকটাই বেড়ে গিয়েছে ৷ এছাড়া দু'টি ফুসফুসে সংক্রমণ থাকায় তাঁর অ্যান্টিবায়োটিকের ডোজ কোনও ভাবেই বাড়ানো যাচ্ছে না ৷
ফুসফুসের সংক্রমণ ছাড়াও বুদ্ধদেব ভট্টাচার্যের কিডনিতেও সমস্যা রয়েছে বলে জানা গিয়েছে ৷ তাঁর শারীরিক পরিস্থিতি যতক্ষণ স্বাভাবিক না হওয়া পর্যন্ত অ্যান্টিবায়োটিকের ডোজ বাড়ানো যাবে না ৷ এর আগে শনিবার সন্ধ্যা 7টা নাগাদ পশ্চিমবঙ্গ সিপিএমের পক্ষ থেকে জানানো হয়, প্রাক্তন মুখ্যমন্ত্রীর অবস্থা এখন স্থিতিশীল ৷ এর সঙ্গে বুদ্ধদেব ভট্টাচার্যের স্বাস্থ্য বিষয়ে হাসপাতালের বুলেটিনও টুইট করে সিপিএম ৷ তবে রাতে 79 বছর বয়সি নেতার শারীরিক পরিস্থিতি আরও খারাপের দিকে যায় বলে জানা গিয়েছে ৷ দীর্ঘদিন ধরেই তিনি সিওপিডি-সহ আরও বেশ কিছু সমস্যায় ভুগছেন ৷
এর আগে দুপুরের দিকে শ্বাসনালীতে সংক্রমণ এবং শ্বাসকষ্টজনিত সমস্যার জন্য প্রবীণ সিপিএম নেতাকে উডল্যান্ডস হাসপাতালে ভরতি করা হয় ৷ তাঁর চিকিৎসার জন্য চিকিৎসক কৌশিক চক্রবর্তীর তত্ত্বাবধানে 9 সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে ৷ ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞ সৌতিক পাণ্ডা, ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞ সুস্মিতা দেবনাথ, ইন্টারভেনশনাল কার্ডিয়োলজিস্ট সরোজ মণ্ডল, ইন্টারনাল মেডিসিন এবং পালমোনোলজিস্ট অঙ্কন বন্দ্যোপাধ্যায়, ইন্টারনাল মেডিসিন এবং ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞ ধ্রুব ভট্টাচার্য, অ্যানাস্থেশিজি বিশেষজ্ঞ আশিস পাত্র, জেনারেল ফিজিশিয়ান সপ্তর্ষি বসু এবং সোমনাথ মাইতি ৷
আরও পড়ুন: সিওপিডি'তে আক্রান্ত বুদ্ধদেব ভট্টাচার্য, রোগ নিয়ে কী পরামর্শ চিকিৎসকের? খোঁজ নিল ইটিভি ভারত