পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

চিকিৎসায় সাড়া দিলেও এখনও সংকটে বুদ্ধদেব

আজ চিকিৎসকদের তরফে জানানো হয়েছে, গতকাল রাতে টিউবের সাহায্যে তরল খাবার খাওয়ানো হয়েছে বুদ্ধবাবুকে ৷ তবে এখনই ভেন্টিলেশন সাপোর্ট পুরোপুরি তুলে নেওয়া হবে না ৷

Buddhadeb Bhattacharya
Buddhadeb Bhattacharya

By

Published : Dec 11, 2020, 10:16 AM IST

Updated : Dec 11, 2020, 10:32 AM IST

কলকাতা, 11 ডিসেম্বর : চিকিৎসায় সাড়া দিচ্ছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ৷ যদিও এখনও তিনি সংকটজনক বলেই চিকিৎসকের তরফে জানানো হয়েছে ৷ আশার আলো প্রাক্তন মুখ্যমন্ত্রীর রক্তচাপ স্বাভাবিক ৷ কিডনি এবং হৃৎযন্ত্র ভালোভাবেই কাজ করছে ৷ স্বাভাবিক মূত্র হচ্ছে ৷ ঘুমের ওষুধ দেওয়ায় গতকাল রাতেও ভালোই ঘুমিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী ৷

আজ চিকিৎসকদের তরফে জানানো হয়েছে, গতকাল রাতে টিউবের সাহায্যে তরল খাবার খাওয়ানো হয়েছে বুদ্ধবাবুকে ৷ এখনই ভেন্টিলেশন সাপোর্ট পুরোপুরি তুলে নেওয়া হবে না বলেই চিকিৎসকদের তরফে জানানো হয়েছে ৷ 76 বছরের প্রাক্তন মুখ্যমন্ত্রীর অক্সিজেন পরিস্থিতি 96 শতাংশ ৷ যা স্বাভাবিক বলেই চিকিৎসকদের মত ৷

প্রাক্তন মুখ্যমন্ত্রীর শারীরিক পর্যবেক্ষণের জন্য যে দল গঠন করা হয়েছে, প্রতি মুহূর্তে তাঁর নজরদারি চালাচ্ছেন হাসপাতালের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন বাম নেতারাও ৷ চিকিৎসকরা জানিয়েছেন ভেন্টিলেশন সাপোর্ট কমানোর চেষ্টা হচ্ছে ৷ যদিও তড়িঘড়ি করে কোনও পদক্ষেপ নেওয়া হবে না ৷ প্রাক্তন মুখ্যমন্ত্রীর শারীরিক পরিস্থিতি সম্পূর্ণ পর্যবেক্ষণের পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে ৷

আরও পড়ুন : সল্টলেকে বহুতল বাড়ি থেকে উদ্ধার পচাগলা দেহ, সন্দেহ মা-ভাইকে, গ্রেপ্তার দুই

সিওপি়ডি (ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজ়িজ়)-এর সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছেন বুদ্ধদেব ভট্টাচার্য। এই সমস্যার কারণে গত বছরের সেপ্টেম্বর মাসেও তাঁকে ভরতি করা হয়েছিল । শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে তাঁকে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয় ৷ প্রাথমিক চিকিৎসার পর তাঁর ফুসফুসে সংক্রমণ পান চিকিৎসকরা ৷ ভরতির সময় শরীরে অক্সিজনের পরিমাণ কমে গিয়ে 70 শতাংশে নেমে আসে ৷ সঙ্গে সঙ্গে তাঁকে মেকানিকেল ভেন্টিলেশনে রাখা হয় । তবে তাঁর কোরোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে ।

Last Updated : Dec 11, 2020, 10:32 AM IST

ABOUT THE AUTHOR

...view details