কলকাতা, 11 ডিসেম্বর : প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে মেকানিক্যাল ভেন্টিলেটর সাপোর্টের বাইরে এনে নন-ইনভেসিভ ভেন্টিলেটর সাপোর্ট অর্থাৎ বাইপ্যাপে রাখা হয়েছে । তবে, এখনও তাঁর শারীরিক অবস্থা সংকটে রয়েছে । হাসপাতাল সূত্রে এমনই জানা গিয়েছে ।
গত বুধবার আলিপুরে অবস্থিত বেসরকারি হাসপাতালে ভরতি করার পর প্রাক্তন মুখ্যমন্ত্রীর শরীরে অক্সিজেনের পরিমাণ বাড়ানোর জন্য তাঁকে নন-ইনভেসিভ ভেন্টিলেটর সাপোর্টে অর্থাৎ বাইপ্যাপে রাখা হয় । তখন থেকে তাঁর শরীরে অক্সিজেনের পরিমাণ নিয়ন্ত্রণে আসে । তবে, বেড়ে যায় কার্বন ডাই অক্সাইডের পরিমাণ ৷ এই অবস্থায় তাঁকে মেকানিক্যাল ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, শারীরিক অবস্থার আরও অবনতি হওয়ার আগেই ওইদিন ভেন্টিলেটর সাপোর্টের ব্যবস্থা করা হয় । এদিকে, হাসপাতালে ভরতি করার পর থেকে গত বুধবার রাত পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছিল, চিকিৎসায় সাড়া দিলেও প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য অজ্ঞান রয়েছেন । যার জেরে উদ্বেগে ছিলেন চিকিৎসকরা । তবে, বুধবার গভীর রাতে বুদ্ধবাবুর জ্ঞান ফেরে । যদিও, তাঁকে ঘুম পাড়িয়ে রাখা হয় ।
আরও পড়ুন : চিকিৎসায় সাড়া দিলেও এখনও সংকটে বুদ্ধদেব
চিকিৎসকরা জানিয়েছিলেন, প্রাক্তন মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থা সংকটে । তবে, তাঁর ভেন্টিলেটর সাপোর্ট ধীরে ধীরে কমানো হচ্ছে । এখন ভেন্টিলেটরের সাপোর্টের বাইরে আনাটাই সব থেকে বড় চ্যালেঞ্জ । গতকাল প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ভেন্টিলেটর সাপোর্টের বাইরে আনার চেষ্টা চলতে থাকে । চিকিৎসকরা জানিয়েছেন, প্রথমে ঘুমের ওষুধ বন্ধ করে স্বতঃস্ফূর্তভাবে ব্রিদিং ট্রায়াল চলতে থাকে । হাসপাতাল সূত্রে শেষ খবর পাওয়া পর্যন্ত, প্রাক্তন মুখ্যমন্ত্রীকে আজ সকাল সাড়ে 11টা নাগাদ মেকানিক্যাল ভেন্টিলেটর সাপোর্টের বাইরে এনে নন-ইনভেসিভ ভেন্টিলেটর সাপোর্ট অর্থাৎ বাইপ্যাপে রাখা হয়েছে । তবে, এখনও তাঁর শারীরিক অবস্থা সংকটে রয়েছে । যদিও, তাঁর শরীরের অন্যান্য প্যারামিটার নিয়ন্ত্রণে রয়েছে।
বুদ্ধবাবুর শারীরিক অবস্থা নিয়ে কী বললেন চিকিৎসক COPD (ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজ়িজ়)-র সমস্যায় আক্রান্ত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য । এই সমস্যার কারণে গত বছরের সেপ্টেম্বর মাসেও তাঁকে দক্ষিণ কলকাতায় আলিপুরে অবস্থিত বেসরকারি এই হাসপাতালে ভরতি করানো হয়েছিল । এরপরেও মাঝে মধ্যেই তিনি অসুস্থ হয়ে পড়েছেন । এর জন্য বাড়িতেই তাঁর চিকিৎসা চলেছে। গত বুধবার 76 বছর বয়সি প্রাক্তন মুখ্যমন্ত্রীর শরীরে অক্সিজেনের পরিমাণ অনেক কমে যায় । চিকিৎসকরা জানিয়েছেন, অক্সিজেন স্যাচুরেশন 70-এ নেমে এসেছিল । এই অক্সিজেনের পরিমাণ কমে যাওয়ার কারণে তাঁর তীব্র শ্বাসকষ্ট দেখা দেয় । দ্রুত তাঁকে নিয়ে আসা হয় আলিপুরের বেসরকারি এই হাসপাতালে । বুধবার দুপুরে বুদ্ধবাবুকে ওই হাসপাতালে ভরতি করানো হয় । COPD-র কারণেই প্রাক্তন মুখ্যমন্ত্রীর এই অসুস্থতা এবং তাঁকে আবার হাসপাতালে ভরতি করাতে হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।