পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ভাড়া না বাড়লে ধর্মঘটের ডাক ট্যাক্সি সংগঠনের - বেঙ্গল ট্যাক্সি অ্যাসোসিয়েশন

আগেও বহুবার রাজ্য ও কেন্দ্র সরকারকে চিঠি দেওয়া সত্ত্বেও ভাড়া বৃদ্ধি নিয়ে কোনও রকম আলোচনা এগোয়নি । এমনকি ভাড়া বৃদ্ধির দাবিতে গত 21 সেপ্টেম্বর ধর্মঘটের ডাক দিয়েছিল হলুদ ট্যাক্সি সংগঠনগুলি । বর্তমান দাবি অনুযায়ী ভাড়া বাড়িয়ে ফার্স্ট ডাউন 30 টাকার বদলে 50 টাকা করতে হবে অর্থাৎ প্রতি 200 মিটারে 5 টাকা করতে হবে ।

taxi
taxi

By

Published : Jan 9, 2021, 10:53 PM IST

কলকাতা, 9 জানুয়ারি : এবার সরকারকে চাপে ফেলল বেঙ্গল ট্যাক্সি অ্যাসোসিয়েশন । দ্রুত ট্যাক্সি ভাড়া বৃদ্ধি না করা হলে ধর্মঘটের হুঁশিয়ারি দিল তারা । আজ বিটিএর তরফে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দেওয়া হয় ।

জ্বালানি তেলের অগ্নিমূল্য ও অপ্রতুল যাত্রী সংখ্যার কারণে এমনিতেই অবস্থা খারাপ ট্যাক্সি চালক ও মালিকদের । এর আগেও বহুবার রাজ্য ও কেন্দ্র সরকারকে চিঠি দেওয়া সত্ত্বেও ভাড়া বৃদ্ধি নিয়ে কোনও রকম আলোচনা এগোয়নি । এমনকি ভাড়া বৃদ্ধির দাবিতে গত 21 সেপ্টেম্বর ধর্মঘটের ডাক দিয়েছিল হলুদ ট্যাক্সি সংগঠনগুলি । বেঙ্গল ট্যাক্সি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বিমলকুমার গুহ বলেন, "যেভাবে ডিজেলের দাম বাড়ছে ও কোরোনার জেরে ট্যাক্সি ব্যবসা কার্যত ধ্বংসের মুখে দাঁড়িয়ে । তাই বাঁচতে হলে ভাড়া বৃদ্ধি ছাড়া অন্য পথ নেই । মুখ্যমন্ত্রীকে সেইসব দাবি-দাওয়া জানিয়ে চিঠি দেওয়া হয়েছে ।" তিনি আরও বলেন 31 জানুয়ারির মধ্যে সরকারের তরফ থেকে ভাড়া বৃদ্ধির বিষয়ে আলোচনা না হলে পরের মাসের 2, 3 ও 4 তারিখ 72 ঘন্টার ধর্মঘটের ডাক দেবে তারা । তাদের দাবি অনুযায়ী ভাড়া বাড়িয়ে ফার্স্ট ডাউন 30 টাকার বদলে 50 টাকা করতে হবে অর্থাৎ প্রতি 200 মিটারে 5 টাকা করতে হবে ।

আরও পড়ুন : ব্রিটেনের নতুন স্ট্রেনের কোরোনা-সংক্রমণ বাড়ছে রাজ‍্যে ? রিপোর্টের অপেক্ষায় স্বাস্থ্য দপ্তর

এর আগেও একই দাবি নিয়ে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয় এআইটিইউসি অনুমোদিত ওয়েস্ট বেঙ্গল ট্যাক্সি অপারেটর কো-অর্ডিনেশন কমিটি ।

ABOUT THE AUTHOR

...view details