কলকাতা, 6 নভেম্বর: বিএসএফের দক্ষিণ বেঙ্গল ফ্রন্টিয়ারের জওয়ানরা ভারত-বাংলাদেশ সীমান্তে মৌমাছি প্রতিপালন এবং মিশন মধু পরীক্ষার একটি অগ্রণী প্রকল্প শুরু করেছে । যা মৌমাছি পালন এবং মিশন মধুকে প্রচার করবে । প্রধানমন্ত্রীর নির্দেশিত 'ভাইব্রেন্ট ভিলেজ প্রোগ্রাম'-এর আওতায় সীমান্তবর্তী গ্রামগুলোতে সার্বিক উন্নয়নের লক্ষ্যে এই প্রকল্পটি চালু করা হচ্ছে । শুধু তাই নয়, তাদের আশা সীমান্তে চোরাচালান ও অনুপ্রবেশ রুখতেও মৌমাছি প্রতিপালন কাজে আসবে ৷
বিএসএফ সূত্রে খবর, প্রাথমিকভাবে নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় মৌমাছির 20টি বাক্স স্থাপন করা হয়েছে। স্থানীয় গ্রামবাসীরা সেই মৌমাছির দেখভালের পাশাপাশি মধু সংগ্রহ করবেন । এতে আর্থিকভাবে লাভবান হবেন গ্রামবাসীরাই । এই বিষয়ে দক্ষিণবঙ্গ সীমান্তের বিএসএফ জনসংযোগ আধিকারিক ডিআইজি একে আর্য্য ইটিভি ভারতকে জানিয়েছেন, এই প্রকল্প সফল হলে আগামী দিনে দক্ষিণবঙ্গ সীমান্তজুড়ে কাঁটাতারে মৌমাছির বাক্স স্থাপন করা হবে । তবে, এই মুহূর্তে 200 বাক্স স্থাপনের লক্ষ্য নেওয়া হয়েছে । যার খরচ সরকার বহন করবে ।
এই প্রকল্পের আওতায় সীমান্তের বেড়ার কাছে কৌশলগতভাবে মৌমাছির বাক্স স্থাপন করা হয়েছে । সীমান্ত বেড়ার কাছে মৌমাছির বাক্সগুলো মাটির সামান্য উপরে রেখে, তার কাছাকাছি মৌমাছি-বান্ধব ফল ও ফুলের গাছ স্থাপন করা হয় ।বাক্সগুলোকে প্রাকৃতিক ছায়া দেওয়ার ব্যবস্থা করা হয়েছে । যাতে মৌমাছিদের আকর্ষণের একটি অনুকূল পরিবেশ তৈরি হয় । এর ফলে সীমান্তের বেড়া দিয়ে অনুপ্রবেশ এবং চোরাচালানকারীদের প্রতিরোধে সহায়তা হতে পারে । সীমান্তের নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন এবং চোরাপ্রবেশ রোধে মৌমাছিরাও কার্যকরী ভূমিকা পালন করতে পারে তা প্রমাণ করতে ধারাবাহিকভাবে মৌমাছির বাক্স স্থাপনের প্রচেষ্টা চলছে ।