কলকাতা, 18 মে: বিএসএফ জওয়ানদের তৎপরতায় উদ্ধার বিপুল পরিমাণ সোনা ও বাংলাদেশি টাকা ৷ উদ্ধার হওয়া সোনার মূল্য 86 লক্ষ ও বাংলাদেশি টাকার মূল্য 6 লক্ষ টাকা ৷ ইতিমধ্যেই বাজেয়াপ্ত হওয়া সামগ্রী নদিয়ার বানপুরের কাস্টমস অফিসে হস্তান্তর করা হয়েছে । অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে ৷ বৃস্পতিবার ঘটনাটি ঘটেছে ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে ৷
সূত্রের খবর, দক্ষিণবঙ্গ সীমান্তের আউট পোস্ট বনপুরের 54 ব্যটেলিয়নের জওয়ানদের কাছে আগে থেকেই খবর ছিল সোনার পাচারের ৷ তাঁরা নজরদারি চালাচ্ছিলেন ৷ সেই সময়েই ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে 9টি সোনার বিস্কুট, 19টি সোনার চিপস, 1টি সোনার চেইন এবং 6 লাখ বাংলাদেশি টাকা বাজেয়াপ্ত করেছে জওয়ানরা । এই বিপুল পরিমাণ সোনা ও টাকা বাংলাদেশ থেকে চোরা কারবারীরা পাচার করে ভারতে নিয়ে আসছিল । উদ্ধার হওয়া সোনার ওজন 1 কেজি 390 গ্রাম ৷ যার আনুমানিক বাজার মূল্য 86 লক্ষ 8 হাজার 100 টাকা ।
এই প্রসঙ্গেই বিএসএফ-এর এক কর্তা জানিয়েছেন, কর্তব্যরত জওয়ানরা দেখেন বাংলাদেশের দিক থেকে 2 জন চোরাকারবারী দ্রুত ব্যারিকেডের কাছে আসে । ব্যারিকেডের উপর কিছু জিনিস ফেলে পালিয়ে যায় । ঘটনাটি সন্দেহজনক লাগায় জওয়ানরা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে যান ৷ ওই জিনিস গুলো নিজেদের দখলে নেন । জওয়ানরা ঘটনাস্থল থেকে বাদামী রঙের 2টি এবং সাদা রঙের 2টি প্যাকেট বাজেয়াপ্ত করেছেন । একটি বাদামী প্যাকেটে বাংলাদেশী টাকা ও অন্য সাদা প্যাকেটে সোনা উদ্ধার করেছেন ।
আরও পড়ুন:কোমরের বেল্টে হাত দিতেই মিলল 32টি সোনার বিস্কুট, গ্রেফতার তিন
সোনা পাচার রুখতে তৎপর বিএসএফের জওয়ানরা ৷ বর্ডার সিকিউরিটি ফোর্স সীমান্তে বসবাসকারীরা বিএসএফ-এর সীমা সাথী হেল্পলাইন নম্বরে যোগাযোগ করার আহ্বান জানিয়েছে পাচার সম্পর্কিত তথ্য দিতে । পাচারের হদিশ পেলে যে কেউ 14419-এ রিপোর্ট করতে পারেন । এছাড়াও দক্ষিণবঙ্গ সীমান্তে আরও একটি নম্বর রয়েছে । এছাড়াও 9903472227 নম্বর চালু করা হয়েছে ৷ যেখানে চোরাচালান সংক্রান্ত হোয়াটসঅ্যাপ মেসেজ বা ভয়েস মেসেজও পাঠানো যাবে । সঠিক তথ্য প্রদানকারী ব্যক্তিকে উপযুক্ত পুরস্কারের অর্থ প্রদান করা হবে এবং তার পরিচয় গোপন রাখা হবে ।