কলকাতা, 27 মে: বিএসএফের তৎপরতায় ভেস্তে গেল পাচারকারীদের কচ্ছপ পাচারের ছক ৷ পাচার করার আগেই বিএসএফ জওয়ানরা 140টি কচ্ছপ উদ্ধার করেন ৷ শনিবার ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকা এই ঘটনাটি ঘটেছে ৷ দক্ষিণবঙ্গ সীমান্তের অধীনে উত্তর 24 পরগনার সীমা চৌকি নিউ পিপলি, অ্যাডহক এসবি-3 ব্যাটালিয়নের জওয়ানদের তৎপরতায় চোরাকারবারীদের পরিকল্পনা পাচারের পরিকল্পনা ভেস্তে গিয়েছে । তবে পাচারকারীদের ধরা যায়নি ৷
বিএসএফ সূত্রে খবর, আগে থেকে তাদের কাছে চোরা চালানের খবর ছিল ৷ সেই মতোই জওয়ানরা তৎপর ছিলেন ৷ এরই মধ্যে দুই চোরাচালানকারী সীমান্ত এলাকা দিয়ে কচ্ছপগুলি বাংলাদেশে পাচারের চেষ্টা করছিল বলে অভিযোগ ৷ সেই সময়েই তাদের তাডা় করেন জওয়ানরা ৷ ধরা পড়ার ভয়ে পাচারকারীরা 2টি ব্যাগ ফেলে পালিয়ে যায় ৷ সেই ব্যাগ থেকই 140টি কচ্ছপ উদ্ধার হয়েছে ৷ উদ্ধার হওয়া কচ্ছপগুলি বনগাঁ বন দফতরের কাছে হস্তান্তর করা হয়েছে ৷
দক্ষিণবঙ্গ অ্যাডহক এসবি-3 ব্যাটেলিয়নের কম্যান্ডিং অফিসার জানিয়েছেন, যে সীমান্ত থেকে উদ্ধার হওয়া বিরল প্রজাতির পাখি এবং জলজ প্রাণীর চোরাচালান বন্ধ করতে বিএসএফ কঠোর ব্যবস্থা নিয়েছে । এই প্রসঙ্গেই তিনি আরও বলেন, "যে বিএসএফ জওয়ানরা কোনও অবস্থাতেই তাদের এলাকা থেকে কোনও ধরনের চোরাচালান হতে দেবেন না ।"
আরও পড়ুন : বনদফতরের গোপন অভিযানে উদ্ধার 98টি কচ্ছপ, গ্রেফতার দুই পাচারকারী
এর আগেও চলতি বছরের জানুয়ারি মাসেই প্রায় 100টি কচ্ছপ পাচারের আগেই উদ্ধার করছিল বনদফতর ৷ বনদফতর ও পাচারকারীদের চোখে ধুলো দিতেই স্কুটিতে করে কচ্ছপ পাচারের চেষ্টা করে দুই পাচারকারী ৷ বারুইপুর জয়নগর রোড দিয়ে পাচারের সময় তাদের ধরে ফেলেছিল বন দফতর ৷ তাদের কাছ থেকে 97টি ফ্ল্যাপসেল ও সফটসেল প্রজাতির কচ্ছপ উদ্ধার হয়েছিল ৷ যেগুলি সবকটি বিরল প্রজাতির ৷ আবারও সীমান্ত এলাকা দিয়ে কচ্ছপ পাচারের ঘটনা ৷ বন্যপ্রাণ আইনানুযায়ী কচ্ছপের মাংস নিষিদ্ধ ৷ তার পাচারও বেআইনি ৷ অথচ বারবার বিএসএফের চোখে ধুলো দিয়ে এই জলজ প্রাণিটি পাচারের চেষ্টা করছে চোরাপাচারকারীরা ৷