কলকাতা, 18 অগাস্ট: সীমান্তে অপরাধ রুখতে বিশেষ অভিযান চালাল সীমান্তরক্ষী বাহিনী। সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের সেই অভিযানে উদ্ধার হলো প্রচুর নিষিদ্ধ কাফ সিরাপ, গাঁজা এবং 14 টি গোরু। কোনও পাচারকারীতে অবশ্য গ্রেপ্তার করা যায়নি ।
BSFসূত্রে খবর,প্রথম ঘটনা কৃষ্ণনগর সেক্টরের কুলিয়া গ্রামের কাছে রানাঘাট বর্ডার আউটপোস্ট। সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা দেখতে পান কুলিয়া গ্রাম দিয়ে রাতের অন্ধকারে সন্দেহজনকভাবে কয়েকজন সীমান্তের দিকে আসছে। সঙ্গে সঙ্গে সক্রিয় হয় বিশেষ অভিযানে থাকা বাহিনীর সদস্যরা। ধাওয়া করা হয় সন্দেহজনক ওই ব্যক্তিদের। তারা একটি প্লাস্টিকের প্যাকেট ফেলে পালিয়ে যায়। উদ্ধার হয় 200 বোতল ফেনসিডিল।