পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

BSF IG Speaks : সীমান্তরক্ষী বাহিনী নিজেদের এক্তিয়ার মেনেই কাজ করছে, দাবি বিএসএফের আইজির - সীমান্তরক্ষী বাহিনী নিজেদের এক্তিয়ার মেনেই কাজ করছে, দাবি বিএসএফ আইজির

নিজেদের কাজকর্মের কথা সর্বসাধারণের কাছে তুলে ধরতে চায় বিএসএফ (Border Security Force of India)

BSF IG Speaks
সীমান্তরক্ষী বাহিনী নিজেদের এক্তিয়ার মেনেই কাজ করছে, দাবি বিএসএফ আইজির

By

Published : Jan 25, 2022, 5:40 PM IST

Updated : Jan 25, 2022, 5:53 PM IST

কলকাতা, 25 জানুয়ারি: মুক্তিযুদ্ধের মাধ্যমে 1971 সালে পাকিস্তানের হাত থেকে স্বাধীনতা অর্জন করে পূর্ব পাকিস্তান ৷ তৈরি হয় বাংলাদেশ ৷ বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতীয় সেনার ভূমিকা আমাদের সকলেরই জানা ৷ সেই 1971 সাল থেকেই এপারে ভারত-বাংলাদেশ সীমান্তে পাহারায় রয়েছে সীমান্তরক্ষী বাহিনী বা বিএসএফ ৷ 50 বছর পেরিয়েও নিজেদের কর্তব্যে অবিচল বিএসএফ ৷

বিএসএফ-এর কাজকর্ম একটি ভিডিয়ো ও একটি বইয়ের মাধ্যমে তুলে ধরার কথা জানিয়েছেন কর্তারা

এবার নিজেদের সেই কর্তব্য, নানা সাফল্যের কথা উঠে এল বিএসএফ কর্তাদের মুখে ৷ মঙ্গলবার ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (Border Security Force of India) তরফ থেকে দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের ডিআইজি এসএস গুলারিয়া এবং আইজি অনুরাগ গর্গ সাংবাদিকদের মুখোমুখি হয় নিজেদের সাফল্যের কথা তুলে ধরেন । তাঁদের দাবি, গত কয়েক বছরের তুলনায় চোরাচালান অনেকটাই কম হয়েছে ভারত-বাংলাদেশ সীমান্তে । গরু পাচার রুখতেও অনেকটাই সফল বিএসএফ ৷ বিএসএফ-এর কাজকর্ম একটি ভিডিয়ো ও একটি বইয়ের মাধ্যমে তুলে ধরার কথা জানিয়েছেন কর্তারা ৷

আরও পড়ুন : উত্তরবঙ্গে কাঁটাতারহীন সীমান্তে ' অ্যান্টি কাট ও অ্যান্টি ক্লাইম্ব' ফেন্সিং লাগানোর উদ্যোগ বিএসএফের

কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই সীমান্তে বিএসএফ-এর এক্তিয়ারভুক্ত এলাকার পরিমাণ একলাফে অনেকটা বাড়িয়ে দিয়েছে ৷ বাংলাদেশ সীমান্তেও এর প্রভাব পড়েছে ৷ তাদের বিরুদ্ধে অভিযোগও উঠছে ৷ অভিযোগ, বিএসএফ স্থানীয় প্রশাসনকে না জানিয়ে গ্রামের ভিতরে ঢুকে পড়ছে । কিন্তু ইটিভি ভারতের মুখোমুখি হয়ে বিএসএফের আইজি অনুরাগ গর্গ এই অভিযোগ নস্যাৎ করে দিয়েছেন । তিনি জানিয়েছেন, এরকম কোনও কাজ বিএসএফের তরফের করা হয় না । নিজেদের এক্তিয়ারে থেকেই কাজ করে বিএসএফ ৷ কোনও অভিযানে গেলে স্থানীয় পুলিশ-প্রশাসনকে জানিয়েই যাওয়া হয় ৷

Last Updated : Jan 25, 2022, 5:53 PM IST

ABOUT THE AUTHOR

...view details