পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

BSF Rape Controversy: বিএসএফের মহিলা কনস্টেবলকে ধর্ষণে অভিযুক্ত ইনস্পেক্টর, বিজেপিকে নিশানা কুণালের

নদিয়ার কৃষ্ণগঞ্জে বিএসএফের ক্যাম্পে ধর্ষণ ! মহিলা কনস্টেবলকে ধর্ষণের অভিযোগ (BSF Lady Constable Allegedly Raped) ৷ অভিযুক্ত ইনস্পেক্টরকে সাসপেন্ড করে শুরু হয়েছে বিভাগীয় তদন্ত ৷ কলকাতার ভবানীপুর থানায় অভিযোগ দায়ের ৷ এই নিয়ে বিজেপিকে নিশানা করেছেন তৃণমূলের কুণাল ঘোষ (TMC Leader Kunal Ghosh) ৷

BSF Rape Controversy
BSF Rape Controversy

By

Published : Feb 21, 2023, 4:30 PM IST

কলকাতা, 21 ফেব্রুয়ারি: বিএসএফের এক ইনস্পেক্টরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে (BSF inspector Allegedly Raped Lady Constable) ৷ মঙ্গলবার সীমান্তরক্ষী বাহিনীর এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, অভিযুক্তকে সাসপেন্ড করা হয়েছে (BSF Inspector Suspended over Allegations of Rape) ৷ তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্তও শুরু হয়েছে ৷

বিএসএফের (BSF) তরফে জানা গিয়েছে, নির্যাতিতাও বিএসএফে কর্মরত ৷ তিনি কনস্টেবল পদে রয়েছেন ৷ নদিয়া জেলার কৃষ্ণগঞ্জে সীমান্ত এলাকায় বিএসএফের একটি ক্যাম্পে ওই মহিলা কনস্টেবলের উপর এই নির্যাতনের ঘটনা ঘটে বলে অভিযোগ ৷

বিএসএফের ওই শীর্ষ আধিকারিক জানিয়েছেন, নদিয়ার টুঙ্গি সীমান্তের একটি ক্যাম্পে ওই ইনস্পেক্টর নিযুক্ত রয়েছেন ৷ সেখানেই গত 19 ফেব্রুয়ারি মহিলা কনস্টেবলকে তিনি ধর্ষণ করেন বলে অভিযোগ ৷ ঘটনার দিনই বিষয়টি তাঁদের সামনে আসে ৷ সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া অভিযুক্তের বিরুদ্ধে ৷ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য পাঠানো হয়েছে ৷ পুলিশের কাছেও অভিযোগ দায়ের করা হয়েছে ৷

ঘটনাটি তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের একটি টুইটের পরে সামনে আসে ৷ তিনি এই ইস্যুতে বিজেপিকেও নিশানা করেন ৷ এই নিয়ে বিজেপির কী প্রতিক্রিয়া, তাও জানতে চান ৷ তিনি লেখেন, “নদিয়ার কৃষ্ণগঞ্জে বিএসএফ কমান্ডারের দ্বারা এক মহিলা বিএসএফ কনস্টেবল ধর্ষণের শিকার হয়েছেন । নির্যাতিতাকে এসএসকেএমে নিয়ে এসেছে বিএসএফ ৷ এরপর ভবানীপুর থানায় জিরো এফআইআর দায়ের করা হয়েছে । কমান্ডারকে সাসপেন্ড করা হয়েছে ।’’ এর পরই বিজেপির (BJP) উদ্দেশ্যে তাঁর প্রশ্ন, ‘‘এখন বিজেপি কী বলবে ?’’

এখানে উল্লেখ করা প্রয়োজন, 2021 সালে বিএসএফ আইন সংশোধন করে কেন্দ্রের মোদি সরকার (Modi Government) ৷ সংশোধনের পর বিএসএফের ক্ষমতা বেড়েছে ৷ আগে সীমান্ত থেকে 15 কিলোমিটাররের মধ্যে তল্লাশি, গ্রেফতার ও বাজেয়াপ্ত করার এক্তিয়ার ছিল এই আধা সামরিক বাহিনীর ৷ কিন্তু এখন পঞ্জাব, পশ্চিমবঙ্গ ও অসমের আন্তর্জাতিক সীমান্ত থেকে 50 কিলোমিটার পর্যন্ত তল্লাশি, গ্রেফতার ও বাজেয়াপ্ত করার এক্তিয়ার রয়েছে ৷

যা নিয়ে ব্যাপক বিতর্ক ৷ তৃণমূল কংগ্রেস-সহ বিরোধী দলগুলি এর বিরুদ্ধে সরব হয় ৷ অভিযোগ ওঠে, বিজেপি বিরোধীদের হেনস্তা করতে বিএসএফকে ব্যবহার করছে ৷ তাই এই ঘটনা সামনে আসতেই বিজেপিকে খোঁচা দিয়েছেন কুণাল ঘোষ ৷ তবে বিএসএফের তরফে জানানো হয়েছে, এই ঘটনা তারা অত্যন্ত কড়াভাবে মোকাবিলাকে ৷ অভিযুক্তকে কোনোরকম ছাড় দেওয়া হবে না ৷

আরও পড়ুন:গোপন ছবি ফাঁসের ভয় দেখিয়ে নাবালিকাকে 'ধর্ষণ' ইনস্টাগ্রামের বন্ধুর

ABOUT THE AUTHOR

...view details