পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

International Coordination Conference: সীমান্তবর্তী সমস্যা সমাধানে যশোরে বিএসএফ-বিজিবি সমন্বয় বৈঠক - বিএসএফ

BSF-BGB Meeting to Solve Border Problems: ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে পাচার সমস্যা-সহ বিভিন্ন ইস্যু নিয়ে বিজিবি-র সঙ্গে আন্তর্জাতিক সমন্বয় সম্মেলনে বসল বিএসএফ ৷ এই আন্তর্জাতিক সমন্বয় সম্মেলন চলবে 5 সেপ্টেম্বর পর্যন্ত ৷

BSF-BGB International Coordination Conference ETV BHARAT
BSF-BGB International Coordination Conference

By ETV Bharat Bangla Team

Published : Sep 2, 2023, 8:31 PM IST

কলকাতা, 2 সেপ্টেম্বর: আন্তর্জাতিক সীমান্তে মানুষ ও মাদক পাচার-সহ একাধিক গুরুত্বপূর্ণ সমস্যার সমাধানে বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ)-র সঙ্গে বৈঠকে বসল বিএসএফ ৷ আজ থেকে বাংলাদেশের যশোরে শুরু হয়েছে 19 তম আঞ্চলিক কমান্ডার বর্ডার গার্ড বাংলাদেশ এবং ইন্সপেক্টর জেনারেল বর্ডার সিকিউরিটি ফোর্সের সীমান্ত সমন্বয় সম্মেলন ৷ আগামী 5 সেপ্টেম্বর, 2023 পর্যন্ত এই আন্তর্জাতিক সমন্বয় সম্মেলন চলবে ৷ বিএসএফ-এর দক্ষিণবঙ্গের আইজি আইপিএস আয়ুষ মণি তিওয়ারি 7 সদস্যের বিএসএফ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন ৷

আন্তর্জাতিক সমন্বয় সম্মেলনে বিএসএফ ও বিজিবি আধিকারিকদের গার্ড-অফ অনার

বিএসএফ-এর তরফে বলা হয়েছে, "আজকের সম্মেলনে আন্তঃসীমান্ত অপরাধের বিরুদ্ধে যৌথ প্রচেষ্টা, অমীমাংসিত উন্নয়নমূলক কাজের চুক্তি, সীমান্ত অতিক্রম ও অবৈধ চলাচল রোধ করতে ব্যবস্থা-সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে ৷ উভয়পক্ষ তাদের এজেন্ডা পয়েন্ট একে অপরের সঙ্গে আলোচনা করেছে ৷ দুই দেশের সীমান্ত ব্যবস্থাপনা পরিকল্পনা সংক্রান্ত বিষয়, 24 ঘণ্টা টহলদারি, গোয়েন্দা তথ্য আদান-প্রদান, সংবেদনশীল এলাকা চিহ্নিতকরণ এবং সকল স্তরে বৈঠকের ফ্রিকোয়েন্সি বাড়ানো নিয়ে উভয় পক্ষের আলোচনা করা হয় ৷"

শনিবার সকালে ভারত ও বাংলাদেশের আইসিপি পেট্রাপোল-বেনাপোল হয়ে বিএসএফ প্রতিনিধি দল বাংলাদেশে পৌঁছায় ৷ যশোরে অনুষ্ঠিত সম্মেলনে 21 সদস্যের বিজিবি প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন অতিরিক্ত মহাপরিচালক, এরিয়া কমান্ডার তথা উত্তর-পশ্চিম জোন, রংপুর মোহাম্মদ মোর্শেদ আলম ৷ বিজিবি প্রতিনিধি দলে শামিম আহমেদ, এসজিপি, এসপিপি, অতিরিক্ত মহাপরিচালক-সহ 19 জন প্রতিনিধি ছিলেন ৷

আন্তর্জাতিক সমন্বয় সম্মেলনে বিএসএফ আধিকারিককে সংবর্ধনা

আরও পড়ুন:পুকুর থেকে 2.57 কোটির সোনা উদ্ধার, বড় সাফল্য বিএসএফের

অন্যদিকে, বিএসএফের দক্ষিণবঙ্গের আইজি আইপিএস আয়ুষ মণি তিওয়ারি 7 সদস্যের বিএসএফ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন ৷ সেই দলে বিএসএফ-এর উত্তরবঙ্গ ফ্রন্টিয়ার 4 জন প্রতিনিধি, স্বরাষ্ট্র মন্ত্রক এবং বিদেশ মন্ত্রকের সদস্যরা ভারতের প্রতিনিধি দলে ছিলেন ৷ দুই দেশের সীমান্ত রক্ষা বাহিনী নিজেদের কাজ দক্ষতার সঙ্গে করে চললেও অপরাধীরা চুপ করে বসে নেই ৷ সুযোগ পেলে কখনও সোনা বা মাদক পাচারের মতো কাজ করছে ৷ গতকাল ও প্রায় 1.2 কোটি টাকার 16টি সোনার বিস্কুট-সহ এক পাচারকারীকে আটক করে বিএসএফ ৷

আন্তর্জাতিক সমন্বয় সম্মেলনে বিএসএফ প্রতিনিধি দলকে স্বাগত বিজিবি-র

ABOUT THE AUTHOR

...view details