পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সীমান্তে আটকে থাকা ড্রাইভারদের 10 দিনের খাদ্যসামগ্রী দিল BSF - লকডাউনে সীমান্তে আটকে থাকা ড্রাইভারদের 10 দিনের খাদ্যসামগ্রী দিল BSF

আন্তর্জাতিক ট্রাক ড্রাইভারদের অবস্থা জানতে পেরে তাদের পাশে দাঁড়াল BSF । চাল-আলু-তেলসহ 10 দিনের প্রয়োজনীয় জিনিসপত্র তুলে দেওয়া হল তাদের হাতে ।

BSF are helping international truck drivers with food stuffs during lockdown
লকডাউনে সীমান্তে আটকে থাকা ড্রাইভারদের 10 দিনের খাদ্যসামগ্রী দিল BSF

By

Published : Apr 6, 2020, 10:48 PM IST

কলকাতা, 6 এপ্রিল : প্রথম ক'টা দিন অসুবিধা হয়নি । সঙ্গে থাকা জিনিসপত্র দিয়ে চালিয়ে নিয়েছেন । এখন আর চলছে না । থাকতে হচ্ছে অভুক্ত । খবর পায় বর্ডার সিকিউরিটি ফোর্স । জানতে পারে আন্তর্জাতিক ট্রাক ড্রাইভারদের অবস্থা । তাঁদের পাশে দাঁড়াল BSF । চাল-আলু-তেলসহ প্রয়োজনীয় জিনিসপত্র তুলে দেওয়া হল তাঁদের হাতে ।

কেউ পণ্য নিয়ে যান বাংলাদেশে । কেউ বাংলাদেশ থেকে পণ্য নিয়ে আসেন ভারতে । আবার কেউ কেউ সীমান্ত থেকে পণ্য নিয়ে চলে যায় দেশের অন্যত্র । লকডাউনের জেরে গত 13 দিন ধরে সীমান্তে আটকে আছেন ওঁরা । একটু একটু করে শেষ হয়ে গেছে যাবতীয় রেশন । আশপাশের দোকান খোলা থাকলেও রাস্তায় বেরবার জো নেই । দূর থেকে জিনিস কিনে আনার সামর্থ্য নেই । কারণ ফুরিয়ে এসেছে পকেটের পয়সাও । এই অবস্থায় কোনওরকমে এক বেলা খাবার জুটছিল । বিষয়টি জানতে পেরেই তাঁদের পাশে দাঁড়ালো BSF জওয়ানরা ।

আজ ওই ট্রাক ড্রাইভারদের হাতে তুলে দেওয়া হয় প্রয়োজনীয় রেশন । ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক বাণিজ্য সীমান্ত পেট্রাপোলের কার্গো কমপ্লেক্সে আটকে থাকা 125 জন ড্রাইভার, হেল্পার এবং শ্রমিকদের হাতে তুলে দেওয়া হল প্রয়োজনীয় জিনিস । 179 ব্যাটালিয়ানের কোম্পানি কমান্ডার তথা অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট নারিন সিংয়ের উপস্থিতিতে এই সাহায্য তুলে দেওয়া হয় তাদের হাতে । প্রয়োজনীয় জিনিসপত্র তুলে দিতে একটি স্বেচ্ছাসেবী সংস্থা সাহায্য করে বর্ডার সিকিউরিটি ফোর্সকে ।

ইতিমধ্যেই পেট্রাপোল সীমান্তবর্তী এলাকায় বসবাসকারী দরিদ্র সীমার নিচে থাকা মানুষজনকে প্রতিদিনই সাহায্য করছে বর্ডার সিকিউরিটি ফোর্স । তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে রান্না করা খাবার । সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের হেডকোয়ার্টার সূত্রে খবর, পেট্রাপোল সীমান্তে আটকে থাকা ট্রাক ড্রাইভার, খালাসি এবং শ্রমিকদের হাতে তুলে দেওয়া হয়েছে আগামী 10 দিনের রেশন ।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details