কলকাতা, 26 নভেম্বর : উত্তর 24 পরগনা থেকে কলকাতায় আনা হত ব্রাউন সুগার । তারপর তা তুলে দেওয়া হতো মাদক কারবারিদের হাতে । গোপন সূত্রে এই মাদকচক্রের খবর পায় পুলিশের গোয়েন্দা বিভাগের অ্যান্টিনারকোটিক সেল । জানা যায়, মানিকতলা এলাকায় সক্রিয় রয়েছে চক্রটি । সেই সূত্রে প্রথমে গ্রেপ্তার করা হয় এক মাদক পাচারকারিকে । তাকে জিজ্ঞাসাবাদ করেই উত্তর 24 পরগনায় মাদক চক্রের কিংপিনকে গ্রেপ্তার করল পুলিশ ।
ব্রাউন সুগার চক্রের পর্দা ফাঁস, গ্রেপ্তার 2 - brown sugar racket ultodanga
উলটোডাঙায় হানা দিয়ে 100 গ্রাম ব্রাউন সুগারসহ দুই পাচারকারীকে গ্রেপ্তার করল পুলিশ ।
![ব্রাউন সুগার চক্রের পর্দা ফাঁস, গ্রেপ্তার 2 image](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-5183801-thumbnail-3x2-i.jpg)
কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ সূত্রে খবর, 105 নম্বর উলটোডাঙা মেইন রোডের সামনে থেকে প্রথমে আটক করা হয় প্রিয়তোষ হালদারকে । উত্তর 24 পরগনা থেকে মাদক নিয়ে ট্রেন থেকে নেমেছিল সে । তল্লাশি চালিয়ে উদ্ধার হয় 100 গ্রাম ব্রাউন সুগার । যার বাজার দর লক্ষাধিক টাকা । জিজ্ঞাসাবাদে প্রিয়তোষ জানায় উত্তর 24 পরগনা বসিরহাট থেকে মাদক এনেছে সে । তার কথার সূত্র ধরেই এই মাদক চক্রের অন্যতম কিংপিন বসিরহাটের সুমন দে-কে গ্রেপ্তার করেছে পুলিশ ।
ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই চক্রের অন্যদের খোঁজ চলছে । কলকাতায় কাদের হাতে মাদক তুলে দিত, জানার চেষ্টা চলছে ।