কলকাতা, 18 নভেম্বর: কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল (Victoria Memorial) হল, লন্ডনের জাতীয় ইতিহাস সংগ্রহশালা এবং ব্রিটিশ কাউন্সিলের (British Council) সহযোগিতায় বর্তমান যুগের যুব সমাজকে কেন্দ্র করে আয়োজিত হল এক প্রদর্শনী (Exhibition on Nature)। ভারত এবং ব্রিটেনের সংস্কৃতির এক নয়া উদ্যোগ হিসেবে আয়োজন করা হয়েছিল এই প্রদর্শনীর । বৃহস্পতিবার কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে এই প্রদর্শনীর উদ্বোধন করেন ব্রিটিশ কাউন্সিলের চিফ এক্সিকিউটিভ স্কট ম্যাকডোনাল্ড ৷ উপস্থিত ছিলেন ভারতে ব্রিটিশ হাই কমিশনার অ্যালেক্স হিলস, ভিক্টোরিয়া মেমোরিয়ালের কিউরেটর ড. জয়ন্ত সেনগুপ্ত ।
মূলত যুব সমাজের মনের কথাকে তুলে ধরতে আয়োজন করা হয়েছিল এই প্রদর্শনীর । প্রকৃতির কথা তুলে ধরতে এ দিন শহরের অন্যতম আকর্ষণ ভিক্টোরিয়া মেমোরিয়ালকে সাজানো হয়েছিল সবুজ রঙে । লাইট অ্যান্ড সাউন্ডের সাহায্যে তুলে ধরা হয় প্রকৃতির বার্তা । 15 থেকে 22 বছরের মধ্যে 33 জন ছাত্রছাত্রীকে বেছে নেওয়া হয় এই প্রদর্শনীর জন্য । তাঁরা কাজ করার সুযোগ পেয়েছেন লন্ডনের জাতীয় ইতিহাস সংগ্রহশালার প্রাক্তনীদের সঙ্গে । বিভিন্ন বিষয়ে পড়াশোনা করানো হয় তাঁদের । প্রকৃতিকে সামনে থেকে পর্যবেক্ষণ করতে দেওয়া হয়েছে আউটডোর ট্রেনিংও । ওয়াইল্ডলাইফ ফোটোগ্রাফির বেসিক থেকে শুরু করে ছবি এডিট করাও শেখানো হয়েছে সবাইকে । সেখান থেকেই বাছাই করা 115টি ছবি এ দিন প্রদর্শন করা হয় ভিক্টোরিয়া মেমোরিয়ালের অনুষ্ঠানে ।