কলকাতা, 9 ডিসেম্বর: ঘুগনি-আলুর দমে বিশ্বকাপ 'অফার' । চমকে উঠলেন না কি । ওঠারই কথা । চারবছর অন্তর বিশ্বকাপ এলে টিভির দোকানগুলো অফার দেয় । ফি বছর গরমকালে সিলিং ফ্যান থেকে শুরু করে কুলার বা এসিতে অফার থাকে । শীতকালে গিজার কেনায় অফার থাকে । চৈত্র সেল এবং পুজোয় 'বাই ওয়ান গেট ওয়ান ফ্রি' অফার থাকে । তাই বলে ঘুগনি আলুর দমে অফার । হ্যাঁ মশাই হ্যাঁ । বিশ্বাস হল না তো । তাহলে একটু কষ্ট করে চলে যান না তালবাগান স্টপেজে । বাস বা গাড়ি থেকে নেমে কসবা পুলিশ স্টেশনের পাশের গলিতে যেতে হবে । হাজির হয়ে যান বিকেল সাড়ে পাঁচটার পর। তাহলে নিজের চোখেই দেখবেন ঘুগনি-আলুরদমের উপর রয়েছে বিশেষ (Ghugni Seller) ।
তবে বিশ্বকাপের সব দিন নয় । ব্রাজিল যেদিন মাঠে নামবে সেদিনই 'ডায়মণ্ড মুখরোচক ঘুগনি আলুরদম কর্নার'-এ দুই প্লেট ঘুগনি খেলেই এক প্লেট ফ্রি । ব্রাজিল সমর্থকদের জন্যই এই আকর্ষনীয় ছাড় দিচ্ছেন সুকুমার হালদার (Brazilian Supporter Ghugni Seller) । কেন শুধু ব্রাজিল সমর্থকদের জন্য এই ছাড়? কসবা তালবাগানে সুকুমার হালদারের বাড়ি । গত এগারো বছর ধরেই এই জায়গায় ছোট্ট টেবিল মাথায় বাহারি ছাতার তলায় তাঁর অস্থায়ী দোকান । নিজে ফুটবল ভালোবাসেন । মোহনবাগানের সমর্থক । ব্রাজিলের ফুটবলের অন্ধভক্ত । মাঝরাত পর্যন্ত খেলা দেখছেন ব্রাজিলের । কিন্তু মোহনবাগানের খেলা নৈব নৈব চ । এটিকের সঙ্গে গাটছড়া বেঁধে আইএসএলে মানতে পারেননি তিনি । তাই মোহনবাগান মাঠে যাওয়া ছেড়েছেন ।
আরও পড়ুন:বিশ্বকাপের উন্মাদনায় বিয়ের তত্ত্বে 'মিষ্টি মেসি'
খদ্দের সামলাতে সামলাতে সুকুমার হালদার বলেন, "আইএসএলে প্রত্যেক রাজ্য থেকে একটা করে দল । অথচ আমাদের এখানে চারভাগ । এটিকের সঙ্গে মোহনবাগানের হয়ে যুক্ত হওয়া মানতে পারি না । তাই খেলা দেখতে আর যাই না ৷"