কলকাতা, 15 অক্টোবর: কলকাতায় আসছেন ফুটবলের জনপ্রিয় নাম রোনাল্ডিনহো। সোমবার তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে যাবেন। তাঁকে দেবেন জার্সিও, রবিবার পুজো উদ্বোধনে একথাই জানালেন খোদ মমতা।
রবিবার দক্ষিণ কলকাতার একগুচ্ছ পুজোর ভার্চুয়াল উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। সশরীরে পুজো প্যান্ডেলে হাজির না-হলেও বাড়িতে বসেই স্তোত্রপাঠের মাধ্যমে পুজো উদ্বোধন করেন তিনি। এদিন ভার্চুয়াল পুজোর উদ্বোধনে বরিশার পরই অজেয় সংহতির পুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী সেখানে উপস্থিত ছিলেন আইএফ-এর কর্মকর্তা অনির্বাণ দত্ত এবং সিএবির কর্মকর্তা অভিষেক ডালমিয়া। এখানেই অনির্বাণ দত্তের সঙ্গে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী রোনাল্ডিনহোর প্রসঙ্গ তুলে আনেন।
এদিন একথা বলতে বলতেই অনির্বাণ দত্তকে মমতা বলেন, "আগামিকাল রোনাল্ডিনহো আসছে। ও আমার সঙ্গে দেখা করতেও আসবে। আমাকে একটা জার্সি উপহার দিতে চাই।" একইসঙ্গে এ দিনের পুজো উদ্বোধনের মঞ্চ থেকে মমতা জানান, ফুটবল নিয়ে তাঁর ভাবনার কথা। তিনি এই ফুটবলের স্বার্থেই স্পেনে লা-লিগার কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করেছেন। ছুটে গিয়েছেন মাদ্রিদ থেকে শুরু করে বার্সেলোনা। তিনি আরও জানান, কলকাতায় অ্যাকাডেমি করতে লা-লিগার কর্তারাও আসবেন এখানে।