পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Ronaldinho in Kolkata: রোনাল্ডিনহো যাবেন কালীঘাটে, দেবেন জার্সিও! জানালেন মমতা - কালীঘাট

সোমবার সকাল থেকেই কলকাতার উত্তর থেকে দক্ষিণে দাপিয়ে বেড়াবেন 2002-র বিশ্বকাপ জয়ী ব্রাজিলিয়ান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে যাবেন কালীঘাটে ৷ মমতাকে উপহার দেবেন জার্সিও ৷

রোনাল্ডিনহো মমতার সঙ্গে দেখা করতে যাবেন
Ronaldinho in Kolkata

By ETV Bharat Bangla Team

Published : Oct 15, 2023, 9:05 PM IST

Updated : Oct 15, 2023, 9:20 PM IST

কলকাতা, 15 অক্টোবর: কলকাতায় আসছেন ফুটবলের জনপ্রিয় নাম রোনাল্ডিনহো। সোমবার তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে যাবেন। তাঁকে দেবেন জার্সিও, রবিবার পুজো উদ্বোধনে একথাই জানালেন খোদ মমতা।

রবিবার দক্ষিণ কলকাতার একগুচ্ছ পুজোর ভার্চুয়াল উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। সশরীরে পুজো প্যান্ডেলে হাজির না-হলেও বাড়িতে বসেই স্তোত্রপাঠের মাধ্যমে পুজো উদ্বোধন করেন তিনি। এদিন ভার্চুয়াল পুজোর উদ্বোধনে বরিশার পরই অজেয় সংহতির পুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী সেখানে উপস্থিত ছিলেন আইএফ-এর কর্মকর্তা অনির্বাণ দত্ত এবং সিএবির কর্মকর্তা অভিষেক ডালমিয়া। এখানেই অনির্বাণ দত্তের সঙ্গে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী রোনাল্ডিনহোর প্রসঙ্গ তুলে আনেন।

এদিন একথা বলতে বলতেই অনির্বাণ দত্তকে মমতা বলেন, "আগামিকাল রোনাল্ডিনহো আসছে। ও আমার সঙ্গে দেখা করতেও আসবে। আমাকে একটা জার্সি উপহার দিতে চাই।" একইসঙ্গে এ দিনের পুজো উদ্বোধনের মঞ্চ থেকে মমতা জানান, ফুটবল নিয়ে তাঁর ভাবনার কথা। তিনি এই ফুটবলের স্বার্থেই স্পেনে লা-লিগার কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করেছেন। ছুটে গিয়েছেন মাদ্রিদ থেকে শুরু করে বার্সেলোনা। তিনি আরও জানান, কলকাতায় অ্যাকাডেমি করতে লা-লিগার কর্তারাও আসবেন এখানে।

খুব স্বাভাবিকভাবেই অভিষেক ডালমিয়ার সঙ্গে কথা বলতে গিয়ে ক্রিকেটের প্রসঙ্গ উঠে এসেছে মুখ্যমন্ত্রীর গলায়। ক্রিকেট প্রশাসক অভিষেক ডালমিয়ার উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর বক্তব্য, "বিশ্বকাপের সব ভালো ম্যাচ তো ওরা আমেদাবাদে নিয়ে চলে গিয়েছে। অভিষেক ডালমিয়া বলেন, "এখানেও একাধিক ভালো ম্যাচ রয়েছে। ইডেন গার্ডেন্সে একটি সেমিফাইনাল হওয়ার কথা। একইসঙ্গে পাকিস্তান-বাংলাদেশের গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে এখানে। তিনি মুখ্যমন্ত্রীকে ইডেনে খেলা দেখতে যাওয়ার জন্য আমন্ত্রণ জানান। মমতা বলেন, "পায়ের অবস্থা ভালো থাকলে তিনি অবশ্যই যাবেন।"

43 বছর বয়সি রোনাল্ডিনহোকে সর্বকালের অন্যতম সেরা ফুটবলারদের তালিকায় ওপরের দিকেই রাখা হয়। পিএসজি, বার্সেলোনা ও এসি মিলানের হয়ে খেলেছেন তিনি। এই মিডফিল্ডার দু'বার ফিফা বর্ষসেরা হওয়ার পাশাপাশি একবার ব্যালন ডি'র জিতেছেন।

আরও পড়ুন:মেয়াদ শেষের পরেও আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সভাপতি পদে থাকার অনুরোধ বাচকে

Last Updated : Oct 15, 2023, 9:20 PM IST

ABOUT THE AUTHOR

...view details