কলকাতা, 31 অক্টোবর: "আন্দোলন করলেই চাকরি নয়", সোমবার স্পষ্ট ভাবে একথা জানিয়ে দিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu) । একইসঙ্গে তিনি বলেন, "নিয়োগ প্রক্রিয়া দ্রুত শুরু হোক তা চাইছেন না বিরোধীরা । তাই বারেবারে আদালতে গিয়ে নিয়োগকে বিলম্বিত করছে ।" তিনি আরও জানিয়েছেন, আগামিদিনে মেধা ও যোগ্যতা এই দুইয়ের ভিত্তিতে চাকরি হবে (Bratya Basu on Teacher Recruitment) ।
রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতি ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে । বিষয়টিতে হস্তক্ষেপ করেছে আদালতও ৷ শুরু হয়েছে নতুন করে শিক্ষক নিয়োগ প্রক্রিয়াও ৷ তবে এসবের মাঝেই অনড় চাকরিপ্রার্থীদের অবস্থান বিক্ষোভ চলছে । কবে মিলবে চাকরি, তা এখনও জানা নেই । এবার এই বিষয়টি নিয়ে মুখ খুলেছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ৷ সোমবার তিনি বলেন, "আদালতের নির্দেশ মেনেই নিয়োগ হবে । আমাদের নতুন নিয়োগও করতে হবে । অতীতে কী ভুলে হয়েছে তা ধরে রেখে যদি পরবর্তী নিয়োগ ব্যাহত হয়, তাহলে নতুন প্রজন্মকে আমরা কী উত্তর দেব? বিষয়টা দাঁড়াচ্ছে সবাই ঠিক শুধু বর্তমান সরকার ভুল । এই বিষয়টা সমাজের উপর খুব বাজে প্রভাব ফেলবে । চাকরি হবে যোগ্যতা ও মেধার ভিত্তিতে তার সঙ্গে আন্দোলনের কোনও সম্পর্ক নেই । নেট পাশ করলে সবাই চাকরি পায়? জয়েন্ট পাশ করলে সবাই ডাক্তার হতে পারে ? এটাই নিয়ম।"