কলকাতা, 24 ফেব্রুয়ারি: শুক্রবার মাধ্যমিকের দ্বিতীয় পত্র ইংরেজি পরীক্ষা চলাকালীনই সামাজিক মাধ্যমে ছড়ায় সেই প্রশ্নপত্রের 3টি পাতার ছবি ৷ এদিন দুপুর 1টা 40 মিনিট নাগাদ টুইট সেই প্রশ্নপত্রের অংশগুলি শেয়ার করেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারও ৷ এরপরেই জল্পনা শুরু হয় মাধ্যমিকের ইংরেজি প্রশ্ন ফাঁস হয়েছে কি না, তা নিয়ে (Madhyamik English Paper question) ৷ যদিও মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি প্রশ্নফাঁসের কথা মানতে চাননি, বিষয়টিকে তিনি পরিকল্পিত অন্তর্ঘাত বলেই উল্লেখ করেছেন ৷ এই একই সুরা এদিন শোনা গিয়েছে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গলাতেও (Bratya Basu on Madhyamik question leak controversy) ৷
এই প্রশ্নপত্রের ছবি যে জেলা থেকে পাওয়া গিয়েছে সেখানকারই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার, এদিন এই কথাও মনে করিয়ে দিয়েছেন ব্রাত্য বসু (Madhyamik Examination 2023)৷ শিক্ষামন্ত্রী বলেন,"পরীক্ষা শুরু হয়েছে দুপুর 12 টায় । পৌনে দু'টো নাগাদ অর্থাৎ পরীক্ষা শুরুর এক ঘণ্টা 40 মিনিট পরে একটা প্রশ্নপত্রের কয়েকটি পাতার ছবি তুলে কেউ কারও কাছে পাঠিয়েছে । আমরা ডিএম ও এসপি'র সঙ্গে যোগাযোগ করেছি । কে এই কাজ করল তা নিয়ে কথা বলেছি । পর্ষদ সভাপতি বললেন এটা অন্তর্ঘাত । এই অন্তর্ঘাত হয়েছে মালদায় । ঘটনাচক্রে যেখানকার একটি বিশ্ববিদ্যালয়ে পড়ান বিজেপি'র রাজ্য সভাপতি । আর মালদার সংলগ্ন জেলা হচ্ছে বালুরঘাট । ফলে এই অন্তর্ঘাতের সঙ্গে কোনও যোগসূত্র নেই তো ? তবে এই প্রবণতাগুলির থেকে আমাদের সতর্ক থাকতে হবে ।"