কলকাতা, 15 মে:মাধ্যমিকের পর এবার উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল ঘোষণার দিন জানা গেল। উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশ কবে তা নিয়ে সোমবার দুপুরে একটি টুইট করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ৷ সেখানেই তিনি জানান, আগামী সপ্তাহে 24 মে অর্থাৎ বুধবার উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হবে। প্রতিবারের মতো সংসদের অফিশিয়াল ওয়েবসাইটে থেকে ফল জানা যাবে। ওইদিন দুপুর বারোটার সময়ে সাংবাদিক বৈঠক করে উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। বেলা সাড়ে 12টা থেকে অনলাইনে ফল দেখতে পাবে পরীক্ষার্থীরা।
তিনি এদিন টুইটে জানিয়ে দেন ফলপ্রকাশের আধঘণ্টা পর অর্থাৎ সাড়ে 12টার পর ছাত্রছাত্রীরা তাদের রেজাল্ট সংশ্লিষ্ট ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবে ৷ পাশপাশি আগামী 31 মে ছাত্রছাত্রীরা হাতে মার্কশিট হাতে পাবেন ৷ এর সঙ্গে ওইদিনকেই প্রকাশিত হবি একাদশ শ্রেণির ফলাফল। কীভাবে তা আপলোড করা হবে সেই বিষয়ে ইতিমধ্যেই স্কুলগুলিতে নির্দেশিকা পাঠানো হয়েছে। উল্লেখ্য, শিক্ষামন্ত্রী কয়েকদিন আগে টুইটে জানিয়েছিলেন, মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হবে আগামী 19 মে। আর তার পাঁচ দিন পরেই প্রকাশ করা হবে উচ্চমাধ্যমিকের ফলও। চলতি বছরে 14 মার্চ উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল। তা চলেছে 27 মার্চ পর্যন্ত। প্রায় দু'মাসের মাথায় ফল প্রকাশ করা হচ্ছে।