কলকাতা, 18 মে: ফের রাজ্যপাল প্রসঙ্গে মুখ খুললেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। বৃহস্পতিবার সন্ধ্যায় এক অনুষ্ঠানে কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে উপাচার্য প্রসঙ্গে রাজ্যপালের হস্তান্তর নিয়ে বিস্ফোরক শিক্ষামন্ত্রী ৷ তিনি এদিন বলেন, "আদালতের রায়কে স্বাগত জানাই। আইন অনুযায়ী, শিক্ষা দফতরকে বাইপাস করে, তা এড়িয়ে কোনও বরখাস্তের ঘটনাই আইনসম্মত নয়। আমি বিশেষ কিছু বলতে চাই না। পরবর্তী ক্ষেত্রে যেরকম স্বেচ্ছাচারিতা দেখব, সেরকম ব্যবস্থা নেব।"
সম্প্রতি, কাজী নজরুল বিশ্ববিদ্যালয় গিয়ে রাজ্যপাল সিভি আনন্দ সেখানকার উপাচার্যকে বরখাস্ত করেন। তারপর সেই মামলা গড়ায় কলকাতা হাইকোর্টে। অবশেষে হাইকোর্টের নির্দেশ মেনে বরখাস্ত প্রত্যাহারের নোটিশ উপাচার্যকে পাঠায় রাজ্যপাল। কিন্তু শুক্রবার রাজভবনে পালটা নিজের পদত্যাগ পত্র পাঠিয়ে দিয়েছিলেন কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। রাজ্যের সঙ্গে কোনও রকম যোগাযোগ না করেই উপাচার্যের বিষয়ে বিভিন্ন রকম পদক্ষেপ নিচ্ছেন রাজ্যপাল, এমন অভিযোগে বারবার সরব হয়েছেন শিক্ষামন্ত্রী। এর আগেও শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু মুখ খুলেছিলেন রাজ্যপালের ভূমিকা নিয়ে।