কলকাতা, 12 অক্টোবর:ছাত্র আন্দোলনের মুখে পড়ে প্রায় 16 ঘণ্টার বেশি সময় ধরে ধরনা চালিয়েছেন বিশ্ববিদ্যালয়ের অন্তর্বতী উপাচার্য বুদ্ধদেব সাউ । বৃহস্পতিবার সন্ধ্যার পর এই ধরনা ওঠে ৷ তার আগেই অবশ্য বিশ্ববিদ্যালয়ের এই ঘটনাকে ‘অনভিপ্রেত’ বলেই মনে করছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু । তাঁর কথায়, "সব অধ্যাপকদের যেমন শ্রদ্ধা করা যায় না, তেমনই সব ছাত্রদের স্নেহ করা যায় না । অধ্যাপককে নিশ্চয়ই চার অক্ষরের কথা বলা বা তুই তোকারি করা, এগুলো আন্দোলনের কোনও বহিঃপ্রকাশ বা আন্দোলনের রাস্তা হতে পারে না ।"
বৃহস্পতিবার রাজ্যের সমস্ত সরকারি স্কুলের প্রধান শিক্ষকদের নিয়ে এক কর্মশালার আয়োজন করা হয়েছিল । সেই কর্মশালায় উপস্থিত হয়েছিলেন রাজ্যে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু । সেখানেই তাঁকে জিজ্ঞাসা করা হয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বর্তমান চিত্রকে ঘিরে । তাতে মন্ত্রীর মত, অধ্যাপককে তুই তোকারি করা কখনও আন্দোলনের বহিঃপ্রকাশ হতে পারে না ।
তিনি বলেন, "যাদবপুরে কী ঘটছে সেটা আমি খুব ভাসাভাসাভাবে শুনেছি । ছাত্রছাত্রীরা আন্দোলন করতে পারে । কিন্তু অধ্যাপককে নিশ্চয়ই চার অক্ষরের কথা বলা বা তুই তোকারি করা, এগুলো আন্দোলনের কোনও বহিঃপ্রকাশ বা আন্দোলনের রাস্তা হতে পারে না ।"