কলকাতা, 1 ডিসেম্বর: বিশ্ববিদ্যালের সম্পত্তি ভাঙচুর ও উপাচার্যকে নিগ্রহের হুমকি দেওয়ার অভিযোগ তুলে আপাতত রাজ্যের বিএড বিশ্ববিদ্যালয় বা বাবাসাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটির নিয়মিত কাজকর্ম স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ । তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের সঙ্গে সহমত নন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ৷ তিনি জানিয়েছেন, বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত কাম্য নয় ও বাঞ্চিতও নয় ৷ এই সিদ্ধান্তের বিরুদ্ধে শিক্ষা দফতর আইনি পথে এগোতে পারে বলেও জানিয়েছেন তিনি ৷
বিশ্ববিদ্যালয়টির তরফে শুক্রবার এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেসরকারি বিএড ও এমএড কলেজগুলির সঙ্গে যুক্ত কিছু ব্যক্তির কাছ থেকে পাওয়া গুরুতর হুমকির মুখে বিশ্ববিদ্যালয়ের সব অংশীদারের নিরাপত্তা এবং সরকারি সম্পত্তির ক্ষতির সম্ভাবনা মাথায় রেখে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম স্থগিত করা হল, যতক্ষণ না প্রশাসনিক সহযোগিতায় বর্তমান পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে ততক্ষণ এই সিদ্ধান্ত বলবৎ থাকবে ।
এই সংক্রান্ত একটি হুমকির ভিডিও পাওয়া গিয়েছে ৷ সেখানে কাউকে দেখা না গেলেও শোনা গিয়েছে বিভিন্ন ব্যক্তির বক্তব্য। ভিডিয়োটিতে এক বক্তাকে বলতে শোনা গিয়েছে,"আমরা বিশ্ববিদ্যালয়ের ভিতরে অবস্থান- বিক্ষোভ করব । গেটে বাউন্সার আটকাতে এলে বিশ্ববিদ্যালয়ের গেটের তালা ভেঙে আমরা ঢুকব এবং আমরা উপাচার্যকে ঘেরাও করে রাখব । প্রয়োজনে ওনাকে তালাবন্ধ করে রাখব।" কারও মুখে আবার 'জঙ্গি আক্রমণাত্মক মনোভাব', কারও মুখে 'আক্রমণাত্মক' হওয়ার কথা। কেউ বলছেন,"ভিতর থেকে তালা মেরে দেব । বা আমরা ওনার রুমে গিয়ে বসে থাকব ।" ওই ভিডিওতেই মলয় নামে এক ব্যক্তিকে উত্তেজিতভাবে 'স্ট্র্যাটেজি'র কথাও বলতে শোনা গিয়েছে ।