কলকাতা, 2 জানুয়ারি: বিভাজনের রাজনীতি নিয়ে আরও একবার কেন্দ্রীয় সরকারকে বিঁধলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ৷ মঙ্গলবার দমদম পুরসভার অন্তর্গত গোরাবাজারের লিচু বাগান মাঠে দমদম উৎসব অনুষ্ঠানের সূচনায় জাত পাত নির্বিশেষের সম্প্রীতির বার্তা দিয়ে অনুষ্ঠানে মেতে ওঠার কথা বলেন শিক্ষামন্ত্রী। ধর্ম প্রসঙ্গ টেনে এনে কটাক্ষ কেন্দ্র সরকারকে।
এদিন বিধায়ক বলেন, "একটা জীবনে অনেক ধরনের ঘটনা ঘটে। সেই দৈনন্দিন জীবন থেকে মুখ ফিরিয়ে রাখতে একটা দাওয়াই দেওয়া হচ্ছে, একটা বড় কলকে দেওয়া হচ্ছে আর একটা আফিম দেওয়া হচ্ছে। যে আফিমের নাম ধর্ম। আমরা যদি মন দিয়ে ওই আফিম খেতে পারি এবং তারপর যদি আরও দু'গ্লাস দুধ খেতে পারি, তাহলে আমাদের নেশা জম্পেশ হবে। তখনই আমরা জাত-পাত-ধর্ম বিদ্বেষের কথা বলব।"
এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে তৃণমূল নেতা টেনে আনেন ব্রিটেনের প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিলের প্রসঙ্গ। তিনি বলেন, "100 বছরও হয়নি চার্চিল বলেছিলেন, আমরা যদি ভারতবর্ষ ছেড়েও যাই এই অসভ্য দেশ পঞ্চাশ বছরের মধ্যেই আবার মধ্যযুগে ফিরে যাবে। আমরা কি ফিরে যাচ্ছি যেখানে গরুর গাড়িতে ঢিমঢিম করে আমরা যাব? আর টাকা মেটাব ডিজিটালে! কেন্দ্রীয় সরকার কি আমাদেরকে এই জীবনের থেকে নিয়ে যাচ্ছে? আমাদের ভাবার সময় এসেছে।" এর সঙ্গে তিনি বলেন, "আমরা কি সকালে উঠে কোনও চরিতমানস বা চল্লিশা পড়ে কৃপাণ হাতে বেড়িয়ে পড়ব রাস্তায়?" এরপরেই তিনি ধর্ম নামক আফিম খাওয়ানোর অভিযোগ তোলেন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ৷
উল্লেখ্য, চলতি মাসেই অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন। তার আগে ধর্ম এবং মন্দির-মসজিদ নিয়ে এ ধরনের কথা রাজ্যের শাসক দলের নেতার মুখে। তবে কেন এই আফিম প্রসঙ্গ তিনি টেনে আনলেন? সে প্রশ্ন করতেই তৃণমূল নেতা তথা বিধায়ক বলেন, "কোন নির্দিষ্ট বিষয় বলছি না আমি সার্বিক পরিস্থিতিতে বলছি। একটা আফিম খাওয়ানো চলছে। দেশে যেন কোনও সমস্যাই এখন নেই। সাম্প্রদায়িকতা জিডিপি গ্রোথ, সুদের হার কমছে, জিনিসপত্রের দাম ক্রমশ ঊর্ধ্বমুখী হচ্ছে এই সব যেন কিছুই নেই। এইগুলো নিয়ে রাজনৈতিক পরিসরে কোনও আলোচনা নেই। কারণ, ওই আফিম খাওয়ানোর চেষ্টা চলছে।"