কলকাতা, 21 ফেব্রুয়ারি: আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বিধানসভার অন্দরে ভাষা নিয়ে তরজা ৷ বিবাদে জড়ালেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং আসানসোল দক্ষিণ কেন্দ্রের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল (BJP MLA Agnimitra Paul) ৷ মঙ্গলবার বিধানসভায় এই তরজার সূত্রপাত অগ্নিমিত্রা পলের ইংরেজি ভাষায় প্রশ্ন করাকে কেন্দ্র করে ৷
এই নিয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu) এদিন কটাক্ষ করেন এই বিজেপি বিধায়ককে ৷ মাতৃভাষা দিবসে মাতৃভাষার বদলে ইংরেজিতে প্রশ্ন করার জন্য তাঁকে ধন্যবাদও জানান তিনি । যদিও ব্রাত্যর এই কটাক্ষে ভীষণভাবে ক্ষুব্ধ হয়েছেন অগ্নিমিত্রা । ঘটনার সূত্রপাত বিধানসভার প্রশ্নোত্তর পর্বে ৷ এদিন শিক্ষা বিষয়ক প্রশ্নের উত্তর দিচ্ছিলেন মন্ত্রী ব্রাত্য বসু । এই অবস্থায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে ইংরেজিতে একটি প্রশ্ন করেন আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পল (Bratya Basu criticises Agnimitra Paul) ।
বিজেপি বিধায়কের এই প্রশ্নের জবাব দিতে গিয়ে কটাক্ষের সুরে শিক্ষামন্ত্রী বলেন, "বিধায়িকাকে ধন্যবাদ, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ইংরেজিতে প্রশ্ন করার জন্য ।" এরপরই শুরু হয় বিবাদ । এই নিয়ে বিধানসভার ভিতরেই চেঁচামেচি করতে থাকেন বিরোধী বিধায়কেরা । যদিও শুধু চেঁচামেচিতে বিষয়টা থেমে থাকেনি এদিন ।