পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Bratya Basu vs Agnimitra paul: আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ইংরেজিতে প্রশ্ন অগ্নিমিত্রার, ধন্যবাদ জানিয়েও কটাক্ষ ব্রাত্যর - BJP MLA Agnimitra Paul

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে (International Mother Language Day) বিধানসভায় ইংরেজিতে প্রশ্ন করে ব্রাত্য বসুর কটাক্ষের শিকার হলেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল (Bratya Basu criticises Agnimitra Paul in Assembly)

ETV Bharat
ফাইল ছবি

By

Published : Feb 21, 2023, 3:54 PM IST

কলকাতা, 21 ফেব্রুয়ারি: আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বিধানসভার অন্দরে ভাষা নিয়ে তরজা ৷ বিবাদে জড়ালেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং আসানসোল দক্ষিণ কেন্দ্রের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল (BJP MLA Agnimitra Paul) ৷ মঙ্গলবার বিধানসভায় এই তরজার সূত্রপাত অগ্নিমিত্রা পলের ইংরেজি ভাষায় প্রশ্ন করাকে কেন্দ্র করে ৷

এই নিয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu) এদিন কটাক্ষ করেন এই বিজেপি বিধায়ককে ৷ মাতৃভাষা দিবসে মাতৃভাষার বদলে ইংরেজিতে প্রশ্ন করার জন্য তাঁকে ধন্যবাদও জানান তিনি । যদিও ব্রাত্যর এই কটাক্ষে ভীষণভাবে ক্ষুব্ধ হয়েছেন অগ্নিমিত্রা । ঘটনার সূত্রপাত বিধানসভার প্রশ্নোত্তর পর্বে ৷ এদিন শিক্ষা বিষয়ক প্রশ্নের উত্তর দিচ্ছিলেন মন্ত্রী ব্রাত্য বসু । এই অবস্থায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে ইংরেজিতে একটি প্রশ্ন করেন আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পল (Bratya Basu criticises Agnimitra Paul) ।

বিজেপি বিধায়কের এই প্রশ্নের জবাব দিতে গিয়ে কটাক্ষের সুরে শিক্ষামন্ত্রী বলেন, "বিধায়িকাকে ধন্যবাদ, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ইংরেজিতে প্রশ্ন করার জন্য ।" এরপরই শুরু হয় বিবাদ । এই নিয়ে বিধানসভার ভিতরেই চেঁচামেচি করতে থাকেন বিরোধী বিধায়কেরা । যদিও শুধু চেঁচামেচিতে বিষয়টা থেমে থাকেনি এদিন ।

এই ঘটনার রেশ চলে অধিবেশন শেষের পরেও ৷ এই প্রসঙ্গে বলতে গিয়ে অগ্নিমিত্রা পল বলেন,"অধিবেশনে প্রশ্ন করার অনেক আগেই তা আমাদের বিধানসভায় জমা দিতে হয় ৷ সেই ঘটনাকে ভাষা দিবসের সঙ্গে জুড়ে অহেতুক রাজনীতি করা হচ্ছে ।" একইসঙ্গে তিনি প্রশ্ন তুলেছেন, বিধানসভায় কি ইংরেজি ভাষায় প্রশ্ন করা অন্যায় ? যদি এমনটা হয় তাহলে তা আগে থেকেই জানিয়ে দেওয়া উচিত ছিল । কিন্তু তেমন কিছু জানান হয়নি ৷

আরও পড়ুন: জলকে পানি, মাকে আম্মা বলে, এটা মানতে হবে; ভাষা দিবসে শুভাপ্রসন্নকে ভর্ৎসনা মমতার

এদিন ব্রাত্য বসুকে পালটা কটাক্ষ করতে গিয়ে উত্তর দিনাজপুরের দাড়িভিটের প্রসঙ্গ টেনে আনেন বিজেপি নেত্রী । অগ্নিমিত্রা বলেন,"দাড়িভিটের তাপসরা বাংলা ভাষার জন্য আন্দোলন করেছিলেন, তাদের মৃত্যুর এখনও কোনও তদন্ত হয়নি । অথচ বৈধভাবে রাজ্য বিধানসভায় ইংরেজিতে প্রশ্ন করতে গেলেও আমাদের কটাক্ষ করা হচ্ছে । আসলে এসবই এই সরকারের দ্বিচারিতা ।"

ABOUT THE AUTHOR

...view details