কলকাতা, 31 মে: স্নাতক স্তরের পড়াশোনা সম্পূর্ণ করতে এবার থেকে চার বছর সময় লাগবে ৷ নতুন শিক্ষাবর্ষে এই নীতি চালু করল রাজ্য সরকার ৷ এরপরই প্রশ্ন উঠছে, তাহলে কি রাজ্য বিজেপি সরকারের জাতীয় শিক্ষা নীতি মেনে চলছে ? এই সন্দেহ দূর করতে টুইট করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ৷ তিনি টুইটে একটি বিবৃতি পোস্ট করে লিখেছেন, "একটি বিভ্রান্তিমূলক খবর প্রচারিত হচ্ছে যে, রাজ্য সরকার ন্যাশনাল এডুকেশন পলিসি মেনে নিয়েছে ৷" এই খবরটি শুধু মিথ্যে নয়, ব্রাত্য বসুর জানালেন, একে সত্যের অপলাপ বললেও কম বলা হবে ৷
চার বছরের ডিগ্রি কোর্সের সমর্থনে তিনি রাজ্য সরকারের একটি সম্পূর্ণ পৃথক 'স্টেট এডুকেশন পলিসি'র উল্লেখ করেন ৷ এই শিক্ষানীতিতে সব ভালো ব্যবস্থাগুলি গ্রহণ করেছে সরকার ৷ রাজ্য সরকারের এই শিক্ষানীতি খুব শীঘ্রই আপলোড করা হবে ৷
স্নাতক স্তরের পড়াশোনার মেয়াদ 4 বছর করা নিয়ে শিক্ষামন্ত্রীর যুক্তি এতে রাজ্যের ছেলেমেয়েরা জাতীয় স্তরে পিছিয়ে যেত ৷ তিনি টুইটে লেখেন, "4 বছরের ডিগ্রি কোর্স চালু না-করলে আমাদের 7 লক্ষ ছাত্রছাত্রীরা সর্বভারতীয় ক্ষেত্রে প্রতিযোগিতায় অংশই নিতে পারত না ৷" তিনি আরও জানান, এর ফলে রাজ্যের পড়ুয়াদের মধ্যে ভিন রাজ্যে গিয়ে পড়াশোনার প্রবণতা বেড়ে যেত ৷ আর্থিক দিক দিয়ে দুঃস্থ পরিবারের পড়ুয়ারা বিপদে পড়ত ৷ রাজ্য সরকার এই সব দিক খতিয়ে দেখে 4 বছরের স্নাতক স্তরের পড়াশোনা চালু করার সিদ্ধান্ত নিয়েছে ৷