পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Bratya Basu Tweets: জাতীয় শিক্ষানীতিকে মান্যতা নয়, পড়ুয়াদের স্বার্থেই চারবছরের ডিগ্রি কোর্স; দাবি ব্রাত্যর - শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু

চলতি শিক্ষাবর্ষে রাজ্যে স্নাতক স্তরের পাঠক্রম শেষ করতে সময় লাগবে 4 বছর ৷ এটি বিজেপি সরকারের জাতীয় শিক্ষানীতির একটি অংশ ৷ তাহলে কি তৃণমূল সরকার বিজেপির নীতিই গ্রহণ করল ? এর উত্তর দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ৷ জানালেন এই প্রচারকে সত্যের অপলাপ বললেও কম হবে ৷

ETV Bharat
ব্রাত্য বসু

By

Published : May 31, 2023, 3:10 PM IST

কলকাতা, 31 মে: স্নাতক স্তরের পড়াশোনা সম্পূর্ণ করতে এবার থেকে চার বছর সময় লাগবে ৷ নতুন শিক্ষাবর্ষে এই নীতি চালু করল রাজ্য সরকার ৷ এরপরই প্রশ্ন উঠছে, তাহলে কি রাজ্য বিজেপি সরকারের জাতীয় শিক্ষা নীতি মেনে চলছে ? এই সন্দেহ দূর করতে টুইট করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ৷ তিনি টুইটে একটি বিবৃতি পোস্ট করে লিখেছেন, "একটি বিভ্রান্তিমূলক খবর প্রচারিত হচ্ছে যে, রাজ্য সরকার ন্যাশনাল এডুকেশন পলিসি মেনে নিয়েছে ৷" এই খবরটি শুধু মিথ্যে নয়, ব্রাত্য বসুর জানালেন, একে সত্যের অপলাপ বললেও কম বলা হবে ৷

চার বছরের ডিগ্রি কোর্সের সমর্থনে তিনি রাজ্য সরকারের একটি সম্পূর্ণ পৃথক 'স্টেট এডুকেশন পলিসি'র উল্লেখ করেন ৷ এই শিক্ষানীতিতে সব ভালো ব্যবস্থাগুলি গ্রহণ করেছে সরকার ৷ রাজ্য সরকারের এই শিক্ষানীতি খুব শীঘ্রই আপলোড করা হবে ৷

স্নাতক স্তরের পড়াশোনার মেয়াদ 4 বছর করা নিয়ে শিক্ষামন্ত্রীর যুক্তি এতে রাজ্যের ছেলেমেয়েরা জাতীয় স্তরে পিছিয়ে যেত ৷ তিনি টুইটে লেখেন, "4 বছরের ডিগ্রি কোর্স চালু না-করলে আমাদের 7 লক্ষ ছাত্রছাত্রীরা সর্বভারতীয় ক্ষেত্রে প্রতিযোগিতায় অংশই নিতে পারত না ৷" তিনি আরও জানান, এর ফলে রাজ্যের পড়ুয়াদের মধ্যে ভিন রাজ্যে গিয়ে পড়াশোনার প্রবণতা বেড়ে যেত ৷ আর্থিক দিক দিয়ে দুঃস্থ পরিবারের পড়ুয়ারা বিপদে পড়ত ৷ রাজ্য সরকার এই সব দিক খতিয়ে দেখে 4 বছরের স্নাতক স্তরের পড়াশোনা চালু করার সিদ্ধান্ত নিয়েছে ৷

আরও পড়ুন: রাজ্য আলোচনা চাইলেও রাজ্যপাল একাই সব করতে চান, ক্ষোভের সুর ব্রাত্যর গলায়

এরপর ব্রাত্য বসু বাম জমানার শিক্ষানীতিকে আক্রমণ করেন ৷ তিনি লেখেন, "তিন বছরের ডিগ্রি কোর্স রেখে দিলে বিগত বাম সরকারের ক্লাস ওয়ান থেকে ইংরেজি তুলে দেওয়া বা ব্রিজ কোর্স চালু করার মতো বা হয়তো তার থেকেও বেশি ছাত্রবিরোধী সিদ্ধান্ত হত ৷" বিজেপি সরকারের জাতীয় শিক্ষানীতির কোন বিষয়গুলি বর্জন করল রাজ্য সরকার ?

এর পক্ষে ব্রাত্য বসু জানিয়েছেন, জাতীয় শিক্ষা নীতির বিভিন্ন জিনিস, যেমন বিদ্যালয়ে 5+3+3+4 শ্রেণি চালু করা বা উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলির অতিরিক্ত কেন্দ্রীকরণ, এইরকম অনেকগুলি নীতির বিরোধিতা করেছে রাজ্যের তৃণমূল সরকার ৷ শেষে তিনি লেখেন, "এইরকম নীতির বিরোধিতা করেছি এবং আমাদের রাজ্য শিক্ষানীতিতে গ্রহণ করিনি ৷"

আরও পড়ুন: চলতি শিক্ষাবর্ষ থেকেই চালু হচ্ছে 4 বছরের স্নাতক

ABOUT THE AUTHOR

...view details