পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Bratya Basu-Kunal Ghosh : বিষ খাওয়া 3 শিক্ষিকা সঙ্কটজনক, সরকারি সুবিধের খতিয়ান দিলেন ব্রাত্য-কুণাল - কুণাল ঘোষের খবর

বিকাশ ভবনের (Bikash Bhavan) সামনে শিক্ষিকাদের বিষ (Teachers Consumed Poison) খাওয়া নিয়ে মুখ খুললেন ব্রাত্য বসু (Bratya Basu)৷ তাঁর কথায়, এই সরকার নানা সুযোগ-সুবিধা দেওয়ার পরেও যাঁরা আন্দোলন করছেন, তাঁরা শিক্ষক শিক্ষিকা নন, বিজেপির ক্যাডার ৷ একই সুর শোনা গিয়েছে কুণাল ঘোষের (Kunal Ghosh) গলাতেও ৷

teachers who consumed poison are critical, Bratya Basu and Kunal Ghosh reacts
বিষ খাওয়া 3 শিক্ষিকা সঙ্কটজনক, সরকারি সুবিধের খতিয়ান দিলেন ব্রাত্য-কুণাল

By

Published : Aug 25, 2021, 2:37 PM IST

কলকাতা, 25 অগস্ট : শিক্ষক ঐক্য মুক্তমঞ্চের যে পাঁচজন শিক্ষিকা গতকাল বিকাশ ভবনের (Bikash Bhavan) সামনে বিক্ষোভ দেখানোর সময় বিষপান (Teachers Consumed Poison) করেন, তাঁদের মধ্যে তিনজনের অবস্থা এখনও সঙ্কটজনক । এ দিকে, এ প্রসঙ্গে মুখ খুলে আজ সরকারের দেওয়া সুযোগ-সুবিধের খতিয়ান দিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu) ৷ এই নিয়ে সরব হয়েছেন কুণাল ঘোষও (Kunal Ghosh)৷

গতকাল বিকাশ ভবনের সামনে পাঁচজন শিক্ষিকা বিষ খেলে তাঁদের তড়িঘড়ি বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় । এঁদের মধ্যে গতকালই শিখা দাস ও জোৎস্না টুডুর অবস্থার অবনতি ঘটায় এঁদের দুজনকে এনআরএস (NRS) হাসপাতালে চিকিৎসার জন্য স্থানান্তরিত করা হয় । আর পুতুল জানা মণ্ডল, ছবি চাকী দাস হাজরা ও অনিমা নাথকে আরজিকর (RG Kar) হাসপাতালে স্থানান্তরিত করা হয় । হাসপাতালের সামনে পুলিশি পাহারা বসানো হয়েছে । অসুস্থ শিক্ষিকাদের সঙ্গে কারওকে দেখা করতে দেওয়া হচ্ছে না । অন্যদিকে, এই ঘটনায় সরকারি কর্মীদের কাজে বাধা দেওয়ার অভিযোগে আজ বিধাননগর থানায় এই শিক্ষিকাদের নামে একটি সুয়ো মোটো কেস করেছে পুলিশ ।

আরও পড়ুন:Bikas Bhawan: বিকাশ ভবনের সামনে বিক্ষোভে বিষ খেলেন শিক্ষিকারা, হাসপাতালে পাঁচ

এ বিষয়ে খুলেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ৷ ফেসবুক পোস্টে তিনি লেখেন, "বাম সরকারের আমলে পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন বিভাগের অধীনে এসএসকে (SSK) এবং এমএসকে (MSK)-র সহায়ক/সহায়িকা, সম্প্রসারক/সম্প্রসারিকারা নামমাত্র সাম্মানিক-এর বিনিময়ে কাজ করতেন । কাজের নিশ্চয়তা, আর্থিক নিরাপত্তা এবং অবসরকালীন সুযোগ সুবিধা বলে কিছু ছিল না । কিন্তু মমতা বন্দ্যাপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল সরকার 1 ডিসেম্বর, 2020 থেকে এসএসকে এবং এমএসকে-গুলিকে বিদ্যালয় শিক্ষা বিভাগের অধীনে এনে একটি সুসংবদ্ধ রূপ দেয় ।

আরও পড়ুন:Central Team in Bengal: কেন্দ্রীয় প্রকল্পের হিসেব নিতে রাজ্যে কেন্দ্রের প্রতিনিধি দল, ফের সংঘাতের শঙ্কা


• সহায়ক সহায়িকাদের সাম্মানিক বাড়িয়ে মাসিক 10,340 টাকা এবং সম্প্রসারক সম্প্রসারিকাদের সাম্মানিক বাড়িয়ে 13,390 টাকা করা হয় । এ ছাড়াও বাৎসরিক 3% বৃদ্ধি বা ইনক্রিমেন্ট চালু করা হয়েছে ।
• প্রত্যেককে স্বাস্থ্যসাথী প্রকল্পের অধীনে নিয়ে আসা হয়েছে ।
• যাঁরা 60 বছর বয়সে অবসর নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছেন, তাঁদের অবসরের সময়ে প্রত্যেকের জন্য 3 লাখ টাকা এককালীন অবসর-ভাতা চালু করা হয়েছে । বাকিদের জন্যও এই সুবিধা দানের বিষয়ে অর্থ দফতরের সঙ্গে ফাইল চলছে ।
• 60 বছর বয়সে অবসর নেওয়ার সিদ্ধান্ত যাঁরা জানিয়েছেন, তাঁদের জন্য 1/2/21 থেকে প্রভিডেন্ট ফান্ড চালু করা হয়েছে ।
• মহিলাদের জন্য সরকারি নিয়মানুযায়ী মাতৃত্বকালীন ছুটির ব্যবস্থা করা হয়েছে ।
• এ ছাড়াও প্রত্যেকের জন্য চিকিৎসা সংক্রান্ত-সহ বাৎসরিক 18 দিন ক্যাজুয়াল লিভ বা ছুটির অধিকার দেওয়া হয়েছে ।

তারপরেও যাঁরা আন্দোলন করছেন, তাঁরা শিক্ষক শিক্ষিকা নন, বিজেপি ক্যাডার ।"

আরও পড়ুন:Dilip Ghosh : বিরোধীদের কোনও সরকারি পদে রাখতে চায় না, তৃণমূলকে আক্রমণ দিলীপের

একই খতিয়ান দিয়ে টুইটারে পোস্ট করেছেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ ৷ তিনি লিখেছেন, "বাম জমানার সঙ্গে তুলনায় স্পষ্ট, এখন বহু ইতিবাচক পদক্ষেপ চলছে । সেখানে প্ররোচনামূলক আন্দোলনের প্রশ্ন কোথায় ? রাজনৈতিক উদ্দেশ্যেই এ সব হয় । যিনি মুখ্যমন্ত্রীর সভায় বিশৃঙ্খলা করেন, তিনিই বিকাশ ভবনের দৃশ্যে । এ সব সত্যি হলে গোটাটাই চক্রান্ত । সরকার কাজ করছেন । করতে দিন ।"

আরও পড়ুন:West Bengal Corona Update : নমুনা পরীক্ষা বাড়তেই রাজ্যে সংক্রমণ বেড়ে 600-র ঘরে, বাড়ল মৃত্যুও

এই নিয়ে ত্রিপুরার প্রসঙ্গ টেনে বিজেপিকে একহাত নেন কুণাল ঘোষ ৷ তিনি লেখেন, "এসএসকে এমএসকে নিয়ে রাজ্য সরকারের এতগুলি পদক্ষেপ আগে দেখুন । তালিকাটা মুখস্থ করুন । রাজনীতি করার আগে কৈফিয়ত দিন ত্রিপুরায় 10,323 জন নিয়মিত শিক্ষক চাকরি হারালেও BJP কী করেছে ? ভোট ইস্তেহারে লিখলেও কেন নিষ্ক্রিয় ? অনেকে আত্মঘাতী । ওঁদের দাবি মানুন । নাটক পরে করবেন ।"

আরও পড়ুন:Durga Puja in Kolkata : ঢাকি থেকে পুরোহিত, ভ্যাকসিন বাধ্যতামূলক আবাসনের পুজোয়

শিক্ষিকাদের অভিযোগ, তাঁরা সবাই দক্ষিণ 24 পরগনা এলাকার বাসিন্দা ৷ তবে জোর করে তাঁদের উত্তরবঙ্গের প্রত্যন্ত জায়গায় বদলি করা হয়েছে । তাঁদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে বিকাশ ভবনের সামনে বিক্ষোভ দেখাতে যান তাঁরা । তখনই বিষপান করেন পাঁচজন শিক্ষিকা ৷

ABOUT THE AUTHOR

...view details