পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Bratya Basu again criticizes Governor : উপাচার্য নিয়োগ নিয়ে ফের রাজ্য-রাজ্যপাল তরজা, সমালোচনায় শিক্ষামন্ত্রী - bratya basu again criticizes governor on newly appointed vice chancellor

ডায়মন্ডহারবার মহিলা বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ ঘিরে ফের প্রকাশ্যে রাজ্য-রাজ্যপাল সংঘাত (Diamond Harbour Womens University) ৷ টুইটে রাজ্যপালকে রাজ্যের সঙ্গে সহযোগিতা করা আবেদন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর ৷

Diamond Harbour Womens University
উপাচার্য নিয়োগ নিয়ে ফের রাজ্য-রাজ্যপাল তরজা, সমালোচনায় শিক্ষামন্ত্রী

By

Published : Jan 14, 2022, 11:02 PM IST

ডায়মন্ডহারবার, 14 জানুয়ারি : ফের রাজ্য-রাজ্যপাল সংঘাত ৷ এবার ডায়মন্ডহারবার মহিলা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগকে ঘিরে রাজ্যের সঙ্গে সংঘাতে জড়ালেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Diamond Harbour Womens University news) ৷

অধ্যাপক অনুরাধা মুখোপাধ্যায় ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ থেকে ইস্তফা দেওয়ার পর রাজ্যপাল জগদীপ ধনকড় টুইট করে জানান, নতুন উপাচার্য মনোনীত না-হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ডিন তপন মণ্ডলকে উপাচার্য পদে নিয়োগ করা হচ্ছে ।

রাজ্যপালের এই সিদ্ধান্তের উল্টো পথে হেঁটে ডায়মন্ডহারবার মহিলা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ করা হয় সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সোমা বন্দ্যোপাধ্যায়কে । এর পাশাপাশি তাঁকে WBUTTEPA-এর শিক্ষক প্রশিক্ষণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদেও নিয়োগ করা হয়েছে ৷ এর আগে কলকাতা, যাদবপুর-সহ রাজ্যের ২৪টি বিশ্ববিদ্যালয়ে নিয়ম-বর্হিভূত ভাবে উপাচার্য নিয়োগ হয়েছে, এই অভিযোগ তুলেছিলেন রাজ্যপাল। বিষয়টি নিয়ে রাজ্য-রাজ্যপাল দ্বন্দ্ব চরমে ওঠে। মুখ্যমন্ত্রীকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য করার বিষয় নিয়ে শিক্ষামন্ত্রীর মন্তব্যে প্রতিক্রিয়া জানিয়ে কটাক্ষ করেছিলেন রাজ্যপাল ধনকড়। এবার টুইট করে ফের একবার রাজ্যপালকে উপচার্য নিয়োগ প্রসঙ্গে কটাক্ষ করলেন শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু।

অন্যদিকে অধ্যাপক অনুরাধা মুখোপাধ্যায় সংস্কৃত কলেজ ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে যোগ দেবেন । এর আগেও রাজ্যপালের মনোনীত উপাচার্য নিয়োগকে খারিজ করেছিল শিক্ষা দফতর । এই প্রসঙ্গে রাজ্যপালকে রাজ্যের সঙ্গে সহযোগিতা করার কথা টুইট করে জানান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ৷


আরও পড়ুন :Jagdeep Dhankar on VC appointment : বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ আইনসম্মত নয়, মমতাকে আক্রমণ রাজ্যপালের

ABOUT THE AUTHOR

...view details